পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্রেন চালুর দাবিতে বৈদ্যবাটি স্টেশনে অবরোধ - local train service

বৈদ্যবাটি স্টেশনে ট্রেন চালুর দাবিতে অবরোধ । রেললাইনে গাছের ডাল ফেলে ট্রেন আটকে দেন যাত্রীরা ।

ছবি
ছবি

By

Published : Nov 2, 2020, 9:37 AM IST

Updated : Nov 2, 2020, 9:49 AM IST

বৈদ্যবাটি, 2 নভেম্বর : ট্রেন চালুর দাবিতে বৈদ্যবাটি স্টেশনেঅবরোধ করলেন যাত্রীরা । আজ সকাল থেকে সেখানে অবরোধ করা হয় । রেললাইনে গাছের ডাল ফেলে ট্রেন আটকে দেন তাঁরা । তার উপর বৈদ্যবাটি রেলগেটও বন্ধ করে দেওয়া হয় । ফলে GT রোডে যানচলাচল ব্যাহত হয় ।

স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবিতে এর আগে অবরোধ-বিক্ষোভ হয়েছিল হুগলির একাধিক স্টেশনে । গত শনিবার হাওড়া স্টেশনে ব্যাপক বিক্ষোভ দেখান যাত্রীরা ।

বৈদ্যবাটি স্টেশনে অবরোধ

এদিকে অফিস টাইমে শহরতলিতে কিছু লোকাল ট্রেন চালানো যায় কি না তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করে রাজ্য সরকার । আজ রেল কর্তৃপক্ষের সঙ্গে তা নিয়ে বৈঠক রয়েছে ।

রেললাইন অবরোধ করছেন যাত্রীরা
Last Updated : Nov 2, 2020, 9:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details