পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 25, 2022, 10:44 PM IST

ETV Bharat / state

Partha on Becharam : বেচারাম কি ভেবেছিল ঢোল বাজিয়ে মন্ত্রী হবে, এ কী বললেন পার্থ ?

নিজের দলের মন্ত্রী বেচারাম মান্নাকে নিয়ে এ কী মন্তব্য করলেন তৃণমূলের মহাসচিব (Partha on Becharam)? বেচারাম মান্না নাকি ঢোল বাজিয়ে মন্ত্রী হয়েছেন !

Partha with Becharam
চুঁচুড়ায় একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় ও বেচারাম মান্না

চুঁচুড়া, 25 জুন : "বেচা কি কোনওদিন ভেবেছিল ঢোল বাজিয়ে মন্ত্রী হবে ? আমি কি ভেবেছিলাম যে আমি মন্ত্রী হব ৷ তবু আমি বিরোধী দলনেতা ছিলাম । ক্যাবিনেট পর্যায়ে মন্ত্রীর মর্যাদা ছিল । কিন্তু কে জানত মন্ত্রী হব ।" শুক্রবার চুঁচুড়ায় একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় এমনই মন্তব্য করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee comments on minister Becharam Manna)।

এদিন তিনি আরও বলেন, "অনেক আন্দোলন, ঘাত প্রতিঘাত পেরিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল । দলে এসেই বলে পঞ্চায়েতে কবে দাঁড়াব, জন প্রতিনিধি কবে হব ৷ অর্থাৎ আমি জন প্রতিনিধিত্ব হওয়ার লক্ষ্যে দল করছি, নিজের জন্য দল করছি ৷ মানুষের জন্য দল করছি না । এই পরিবর্তন কিন্তু কাক্ষিত পরিবর্তন নয় ।"

চুঁচুড়ায় একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়
পার্থবাবু বলেন, "হুগলির মানুষ দেখেছে মশার কামড় খেয়ে কী করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য নেতারা বসে ছিল । সেদিন অনেকে ছিল । অনেকে আবার চলেও গিয়েছে । অনেকে সাদা জামা ছেড়ে গেরুয়া জামা পরে মানুষের জন্য একটা কাজ করেছে দেখাতে পারবেন না । যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে করেছেন । যা কিছু রাজনৈতিক ইতিহাস তৈরি হয়েছে তা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details