চুঁচুড়া, 25 জুন : "বেচা কি কোনওদিন ভেবেছিল ঢোল বাজিয়ে মন্ত্রী হবে ? আমি কি ভেবেছিলাম যে আমি মন্ত্রী হব ৷ তবু আমি বিরোধী দলনেতা ছিলাম । ক্যাবিনেট পর্যায়ে মন্ত্রীর মর্যাদা ছিল । কিন্তু কে জানত মন্ত্রী হব ।" শুক্রবার চুঁচুড়ায় একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় এমনই মন্তব্য করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee comments on minister Becharam Manna)।
এদিন তিনি আরও বলেন, "অনেক আন্দোলন, ঘাত প্রতিঘাত পেরিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল । দলে এসেই বলে পঞ্চায়েতে কবে দাঁড়াব, জন প্রতিনিধি কবে হব ৷ অর্থাৎ আমি জন প্রতিনিধিত্ব হওয়ার লক্ষ্যে দল করছি, নিজের জন্য দল করছি ৷ মানুষের জন্য দল করছি না । এই পরিবর্তন কিন্তু কাক্ষিত পরিবর্তন নয় ।"
Partha on Becharam : বেচারাম কি ভেবেছিল ঢোল বাজিয়ে মন্ত্রী হবে, এ কী বললেন পার্থ ? - partha chatterjee comments on minister becharam manna
নিজের দলের মন্ত্রী বেচারাম মান্নাকে নিয়ে এ কী মন্তব্য করলেন তৃণমূলের মহাসচিব (Partha on Becharam)? বেচারাম মান্না নাকি ঢোল বাজিয়ে মন্ত্রী হয়েছেন !
চুঁচুড়ায় একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় ও বেচারাম মান্না
TAGGED:
Partha on Becharam