পশ্চিমবঙ্গ

west bengal

সকাল থেকে প্রার্থনা, রাত জাগবেন চন্দ্রকান্তের বাবা-মা

তাঁদের ছেলে ISRO-তে কর্মরত ৷ তৈরি করেছেন সাতটি অ্যান্টেনাও ৷ সেজন্য গর্বিত গুড়াপে চন্দ্রকান্ত কুমারের বাবা-মা ৷

By

Published : Sep 7, 2019, 12:01 AM IST

Published : Sep 7, 2019, 12:01 AM IST

চন্দ্রকান্ত কুমার

গুড়াপ, 7 সেপ্টেম্বর : চোখ-মুখে গর্বের ছাপ ৷ একইসঙ্গে ফুটে উঠছে চাপা টেনশন ও উত্তেজনা ৷ আর তাই সকাল থেকেই ঠাকুরঘরেই কাটছে তাঁর ৷ একটাই প্রার্থনা, যেন সফলভাবে চাঁদের মাটিতে পা পড়ে চন্দ্রযান 2-এর ল্যান্ডার বিক্রমের ৷ তাহলেই পূরণ হবে ছেলে চন্দ্রকান্ত কুমারের স্বপ্ন, তাঁদেরও স্বপ্ন ৷

আপাত শান্ত গুড়াপের শিবপুর গ্রাম ৷ কিন্তু, আজকের ছবিটা অন্য ৷ হবে নাই বা কেন? গ্রামের ছেলে তো ইতিহাসের সামনে দাঁড়িয়ে ৷ কিছুক্ষণ পরেই চাঁদের মাটিতে পা দেবে ল্যান্ডার বিক্রম ৷ আর সেই চন্দ্রযানের সাতটি অ্যান্টেনা তৈরি করেছেন চন্দ্রকান্তবাবু ৷ চন্দ্রযান 2-এর ডেপুটি প্রোজেক্ট ডিরেক্টর (টেকনিকাল) চন্দ্রকান্তবাবুও ৷ 2001 সালে যখন ISRO-তে যোগ দিয়েছিলেন তিনি, তখন স্থানীয়রা ঘুণাক্ষরেও টের পাননি একদিন তাঁর জন্যই সারা দেশ জানবে শিবপুরের নাম ৷ আর তাই আজ সকাল থেকেই উত্তেজনায় ফুটছে গ্রাম ৷

চন্দ্রকান্ত কুমার

এই সংক্রান্ত আরও খবর :বাড়ি ফিরলে বুকে জড়িয়ে ধরব, বললেন ISRO-র বিজ্ঞানী চন্দ্রকান্তর মা-বাবা

একই অবস্থা চন্দ্রকান্তবাবুর বাবা-মায়ের ৷ তাঁর মা অসীমা কুমার বলেন, "সকাল থেকেই ভগবানের কাছে প্রার্থনা করছি বিক্রম যেন ভালোভাবে নামতে পারে । এতদূর যখন গেছে এটাও সফল হবে ।" ছেলের সঙ্গে কথা হয়েছে? " বৃহস্পতিবার রাত 10টার সময় কথা হয়েছে ৷" তবে, চন্দ্রযান-2 নিয়ে কোনও কথা হয়নি বলে জানালেন চন্দ্রকান্তবাবুর গর্বিত মা ৷ একই অবস্থা চন্দ্রকান্তবাবুর বাবা মধুসূদন কুমারেরও ৷ সকাল থেকে রেডিয়োয় ল্যান্ডার বিক্রমের অবতরণ সংক্রান্ত খবর শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন ৷ তাঁরও একটাই প্রার্থনা, সবকিছু ভালো হয়েছে ৷ এবার অবতরণও সফলভাবে হোক ৷ তাঁর কথায়, "ল্যান্ডিংটা সফলভাবে হোক এটাই কামনা করি ।"

চন্দ্রকান্ত কুমার

এই সংক্রান্ত আরও খবর :চাঁদের ঠিক দক্ষিণ মেরুতে অবতরণ নয় ল্যান্ডার বিক্রমের, বোঝালেন জ্যোতির্পদার্থবিদ

রাতে তাই নজর থাকবে টেলিভিশনের পর্দায় ৷ জানালেন, দিনকয়েক আগে টেলিভিশনটা খারাপ হয়েছিল ৷ গতকাল সকাল হতেই তাই ছুটেছেন মেকানিকের কাছে ৷ সারানোর পর স্বস্তির নিশ্বাস ফেলেছেন ৷ আজ সকালে ছেলের সঙ্গেও কথা হয়েছে ৷ তবে, সেই কথায় ছিল না চন্দ্রযান 2-এর কোনও রেশ ৷ আর এখন একটাই অপেক্ষায় রয়েছেন, কখন চাঁদের মাটিতে পা দেয় ল্যান্ডার বিক্রম ৷ সেই মুহূর্তটি চাক্ষুষ করতে উদগ্রীব চন্দ্রকান্তবাবুর মা ৷ ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছেন, যদি কোনও কারণে ঘুমিয়ে পড়েন ৷ তাঁর কথায়, "রাত জাগার চেষ্টা করব । তবে অনেক রাতে তো । আমার শরীরও ভালো নেই । রাত জাগা সম্ভব হবে কি না জানি না, তবে চেষ্টা করব । ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখব ।"

এই সংক্রান্ত আরও খবর :ভুল শুধরে সফল হবেই ISRO, আশাবাদী বিকাশ সিনহা

ABOUT THE AUTHOR

...view details