পাণ্ডুয়া, 28 অক্টোবর : সপ্তমীর দিন সকালে কাকদ্বীপ থেকে বাড়ি ফিরছে বলে খবর পেয়েছিলেন পরিবারের সদস্যরা । কিন্তু ছ'দিন পেরিয়ে গেলেও যুবকের খোঁজ পায়নি পরিবার । শেষ পর্যন্ত পাণ্ডুয়া থানায় নিখোঁজের ডায়েরি করা হয় ।
কাকদ্বীপ থেকে ফেরার পথে নিখোঁজ পাণ্ডুয়ার যুবক - পাণ্ডুয়া থানা
নিখোঁজ ওই যুবকের নাম সজল করাতি । সে পাণ্ডুয়ার পাঁচগড়া তোড়গ্রাম পঞ্চায়েতের শীতলপুর এলাকার বাসিন্দা ।
নিখোঁজ ওই যুবকের নাম সজল করাতি । সে পাণ্ডুয়ার পাঁচগড়া তোড়গ্রাম পঞ্চায়েতের শীতলপুর এলাকার বাসিন্দা । কাকদ্বীপে প্রায় দশ বছর ধরে লঞ্চের কাঠের কাজ করত সজল । পরিবার সূত্রে জানা গেছে , 23 অক্টোবর সকালে কাকদ্বীপ থেকে পান্ডুয়ায় বাড়ি ফিরছিল সে । সকাল সাড়ে দশটা নাগাদ ফোন করে সে বাড়িতে কাকদ্বীপ থেকে কলকাতার বাসে ওঠার খবর দেয় । তারপর দুপুর গড়িয়ে গেলেও তাকে ফোনে পায়নি কেউ । কল করলে ফোন সুইচড অফ বলে । প্রায় ছয় দিন কেটে গেলেও এখনও বাড়ি না ফেরায় উদ্বিগ্ন সজলের পরিবার । পাণ্ডুয়া থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার । আত্মীয়স্বজন থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করলেও সজলের কোনও খোঁজ পাওয়া যায়নি ।
সজলের মা সুশীলা করাতি বলেন, "ভাদ্র মাসে কাজে গিয়েছিল সে । প্রতি মাসে বাড়িতে টাকা পাঠাত । পুজোর সময় বাড়িতে আসার কথা ছিল । সকাল সাড়ে নটা নাগাদ ফোন করে বাড়িতে টাকা-পয়সা আছে কি না জানতে চায় । ফের সকাল সাড়ে দশটা নাগাদ ফোন করলে বলে কাকদ্বীপ থেকে বাসে উঠেছি । তারপর আর ফোন করলে ধরেনি । ছয় দিন ধরে সমস্ত জায়গায় খুঁজেও ছেলের কোনও খোঁজ পাইনি ।"