পাণ্ডুয়া, 10 ডিসেম্বর :স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় চিকিৎসা পরিষেবা দেওয়ার নামে দুর্নীতির অভিযোগ (Swasthya Sathi Card Fraud Case) ৷ কাঠগড়ায় বর্ধমানের একটি বেসরকারি হাসপাতাল ৷ স্বাস্থ্যপরীক্ষার নামে টানা তিনদিন হুগলির পাণ্ডুয়ার 11 জন বাসিন্দাকে ওই হাসপাতালে আটকে রাখা হয় বলে অভিযোগ ৷ ভুক্তভোগীদের দাবি, তাঁদের এলাকার পঞ্চায়েতের উপপ্রধানের যোগসাজশেই গোটা ঘটনা ঘটেছে ৷
আরও পড়ুন :Swasthya Sathi Scheme : স্বাস্থ্যসাথী কার্ডে মিলছে না পরিষেবা, বিশৃঙ্খলা বহরমপুরের নার্সিংহোমে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পাণ্ডুয়ার হারাধনচন্দ্র নিম্ন বুনিয়াদি স্কুলে একটি স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয় ৷ বর্ধমানের ওই বেসরকারি হাসপাতালই এই স্বাস্থ্যশিবিরের আয়োজন করে ৷ সেই শিবিরে গ্রামের অনেক মানুষই স্বাস্থ্যপরীক্ষা করান ৷ তাঁদের মধ্যে 11 জনকে হাসপাতালে ভর্তি হতে বলা হয় ৷ ওই 11 জনকে জানানো হয়, মাত্র একদিনের জন্য তাঁদের হাসপাতালে ভর্তি থাকতে হবে ৷ কিন্তু, ভর্তি হওয়ার পর টানা তিনদিন তাঁদের সেখানে আটকে রাখা হয় বলে অভিযোগ ৷ এতে ওই রোগীরা ভয় পেয়ে যান ৷ বাড়িতে ফোন করে গোটা ঘটনা জানান তাঁরা ৷ এরপরই ওই 11 জনকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনা হয় ৷ পরে তাঁদের চিকিৎসার জন্য পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা জানিয়েছেন সকলেরই অবস্থা স্থিতিশীল ৷ তবে কয়েকজনকে আরও কয়েকটি স্বাস্থ্যপরীক্ষার জন্য চুঁচুড়ায় রেফার করা হয়েছে ৷