তারকেশ্বর, 19 জুলাই : "জয়শ্রীরাম" বলিয়ে এক পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । তৃণমূলের অভিযোগ, দুষ্কৃতীরা BJP কর্মী । যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP নেতৃত্ব । তাদের দাবি, কাটমানির টাকা না দেওয়ায় জনতাই ওই পঞ্চায়েত সদস্যকে মারধর করেছে ।
হেমন্ত পাণ্ডে । তারকেশ্বর পূর্ব রামনগর পঞ্চায়েতের সদস্য । তিনি বলেন, "পঞ্চায়েত থেকে কাজ মিটিয়ে বেরোচ্ছিলাম । হঠাৎ কয়েকজন জয়শ্রীরাম বলে ঝাঁপিয়ে পড়ে । আমাকে রড দিয়ে মারধর করে । জোর করে জয়শ্রীরাম বলায় । পরে স্থানীয়রা উদ্ধার করে আমায় হাসপাতালে নিয়ে আসে ।" অভিযুক্তরা কি BJP কর্মী ? হেমন্ত বলেন, "ওরা স্বঘোষিত BJP কর্মী ।"
"জয়শ্রীরাম" বলিয়ে পঞ্চায়েত সদস্যকে মার !
"পঞ্চায়েত থেকে কাজ মিটিয়ে বেরোচ্ছিলাম । হঠাৎ কয়েকজন জয়শ্রীরাম বলে ঝাঁপিয়ে পড়ে । আমাকে রড দিয়ে মারধর করে । জোর করে জয়শ্রীরাম বলায় । পরে স্থানীয়রা উদ্ধার করে আমায় হাসপাতালে নিয়ে আসে ।" বললেন আক্রান্ত পঞ্চায়েত সদস্য ।
তৃণমূল কর্মী
হেমন্তর অভিযোগ মানতে চাননি আরামবাগ জেলা BJP সাংগঠনিক সম্পাদক গণেশ চক্রবর্তী । তিনি বলেন, "এই ঘটনার সঙ্গে BJP কোনওভাবে যুক্ত নয় । কাটমানি ফেরত দেওয়ার কথা ছিল । কিন্তু, দেয়নি । তা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে বচসা হয়েছে । ঠেলাঠেলিতে কিছু একটা ঘটনা ঘটেছে । আর আমাদের উপর দোষ চাপানো হচ্ছে । দেবু মালিক নামে এক কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে । এর প্রতিবাদে আমরা আন্দোলনে নামব ।"
Last Updated : Jul 19, 2019, 10:27 AM IST