পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Oxygen Plant in ESI Hospital: গৌরহাটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন শ্রমমন্ত্রীর - Oxygen Plant in ESI Hospital

গৌরহাটি ইএসআই হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না । উপস্থিত ছিলেন চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন, চাঁপদানী পৌরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র, ইএসআই হাসপালের ডিরেক্টর ডাঃ তনুময় চক্রবর্তী, ইএসআই সুপারিনটেনডেন্ট ডাঃ অপরাজিত মুখোপাধ্যায়-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ (Oxygen Plant in ESI Hospital)।

Oxygen Plant inaugurates in ESI Hospital at Hooghly
Oxygen Plant

By

Published : May 11, 2022, 8:29 PM IST

হুগলি. 11 মে : সিটি স্ক্যান, অক্সিজেন ও এইচডিইউর জন্য কলকাতায় হাসপাতালে যেতে হত হুগলির শ্রমিকদের । আর যেহেতু হুগলি জেলায় একাধিক জুটমিল ও কারখানা রয়েছে । শ্রমিকদের সাহায্যের জন্য এবার পরিকাঠামোর দিক দিয়ে উন্নত করা হল গৌরহাটি ইএসআই হাসপাতালকে (Oxygen Plant inaugurates in ESI Hospital at Hooghly)।

বুধবার চাঁপদানীর গৌরহাটি ইএসআই হসপিটালে সিটি স্ক্যান মেশিন, অক্সিজেন প্লান্ট ও এইচডিইউ ইউনিটের উদ্বোধন হল । উদ্বোধন করলেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না । উপস্থিত ছিলেন চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন, চাঁপদানী পৌরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র, ইএসআই হাসপালের ডিরেক্টর ডাঃ তনুময় চক্রবর্তী, ইএসআই সুপারিনটেনডেন্ট ডাঃ অপরাজিত মুখোপাধ্যায়-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

গৌরহাটি ইএসআই হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না

মন্ত্রী বেচারাম মান্না বলেন, "শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের খুবই উপকারে লাগবে এই সিটি স্ক্যান । হাসপাতালের অক্সিজেনের অভাব দূর করবে অক্সিজেন প্লান্ট । এইচডিইউ-এর মতো অত্যাধুনিক ওয়ার্ডে পরিষেবা পাবেন শ্রমিক পরিবারগুলো । হুগলি-সহ চারটি জেলার শ্রমিকরা এতে উপকৃত হবে । হুগলি জেলাতেই রয়েছে তিনটি ইএসআই হাসপাতাল ৷ ব্যান্ডেল, গৌরহাটি ও শ্রীরামপুর । এতদিন সিটি স্ক্যান করতে মানিকতলা যেতে হত । এবার গৌরহাটিতে সেই পরিষেবা পাওয়া যাবে ।"

আরও পড়ুন :Protest in Arambagh : পৌরসভা তৈরি করছে জৈব সার, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details