আরামবাগ, 12 মে : আরামবাগ মহকুমা হাসপাতালের বেসরকারি অ্যাম্বুলেন্সে তীব্র অক্সিজেন সঙ্কট । এর জেরে রোগীকে স্থানান্তরের ক্ষেত্রে চরম বিপাকে অ্যাম্বুলেন্স মালিকরা। পাশাপাশি হঠাৎ করেই এই সঙ্কটে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীর পরিবারের লোকজন ।
জানা গেছে, আরামবাগ মহকুমা হাসপাতালে রোগীদের কলকাতা অথবা বর্ধমানের স্থানান্তর করা হয় । সেক্ষেত্রে জরুরি থাকে অ্যাম্বুলেন্সের ভেতরে অক্সিজেন । কিন্তু বুধবার দেখা গেল হাসপাতালে সমস্ত অ্যাম্বুলেন্স অক্সিজেনহীন । মালিকরা বলছেন, তাঁরা যেখান থেকে অক্সিজেন কেনেন সেখান থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে বেসরকারি কোনও অ্যাম্বুলেন্সকে অক্সিজেন দেওয়া যাবে না। কারণ উচ্চ দফতরের নির্দেশিকা রয়েছে । তাই এবার রোগীদের অক্সিজেন জোগান দেওয়া হবে কীভাবে তা নিয়েই দুশ্চিন্তায় ভুগছেন অ্যাম্বুলেন্স মালিকরা ।
বেসরকারি অ্যাম্বুলেন্সে তীব্র অক্সিজেন সঙ্কট অন্যদিকে রোগীর পরিবারের লোকজন বলছেন, আরামবাগে অক্সিজেনের সঙ্কট কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে তা ফের প্রমাণ হল। চাঁপাডাঙার এক রোগীর পরিবারের লোকজনের দাবি, তাঁদের রোগীকে অন্যত্র স্থানান্তর করার কথা বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ । কিন্তু অ্যাম্বুলেন্স মালিকরা জানাচ্ছেন অ্যাম্বুলেন্সে কোনও অক্সিজেন নেই । স্বাভাবিকভাবেই রোগীকে তাঁরা অন্যত্র নিয়ে যাবেন কোন ভরসায় ? আরও পড়ুন : দ্বীপরাষ্ট্রে কোভিডের বাড়াবাড়ি, কোহলিদের শ্রীলঙ্কা সফরে কালো মেঘ
সমস্ত বিষয়টি নিয়ে পৌর প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন অ্যাম্বুলেন্স মালিকরা । এ বিষয়ে আরামবাগের পৌর প্রশাসক স্বপন নন্দী সমস্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন । সব মিলিয়ে আরামবাগে হঠাৎ করেই এই অক্সিজেন সঙ্কটের জন্য চরম বিপাকে রোগীর পরিবারের লোকজন ।