পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরীক্ষা না করেই মৃত ঘোষণার অভিযোগ, হাসপাতালে ভাঙচুর - vandalised

শ্রমিকের মৃতদেহ সঠিকভাবে পরীক্ষা না করার অভিযোগে ESI হাসপাতালে ভাঙচুর করল বহিরাগতরা । আজ দুপুর 12 টা নাগাদ চাঁপদানির এক কারখানায় কর্মরত অবস্থায় মারা যায় ওই শ্রমিক। তাঁর নাম শশীভূষণ পাসওয়ান।

মৃত শ্রমিক

By

Published : May 2, 2019, 9:15 PM IST

Updated : May 2, 2019, 9:23 PM IST

ভদ্রেশ্বর, 2 মে : এক শ্রমিককে ঠিকভাবে পরীক্ষা না করেই মৃত ঘোষণা করা হয়েছে, এই অভিযোগ তুলে ESI হাসপাতালে ভাঙচুর করা হল। মৃতের নাম শশীভূষণ (টিঙ্কু) পাসওয়ান (24) । তার বাড়ি ভদ্রেশ্বরের তেঁতুলতলা লেনে । শশীভূষণের সহকর্মীরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শশীভূষণ চাঁপদানির একটি কারখানায় কাজ করতেন। আজ সেখানে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন অন্য শ্রমিকরা । তাঁরাই শশীভূষণকে উদ্ধার করে গৌরহাটি ESI হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । কিন্তু শশীভূষণের সহকর্মীদের দাবি, তখনও তাঁর শ্বাসপ্রশ্বাস চলছিল। চিকিৎসক ভালো করে পরীক্ষা করেননি, এই অভিযোগে এরপর হাসপাতালে ভাঙচুর চালানো হয়। পরে চন্দননগর মহকুমা হাসপাতালে শশীভূষণের দেহ নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

চাঁপদানির কাউন্সিলর শ্রীকান্ত মণ্ডল বলেন, "কারখানায় কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে ওই শ্রমিকের । মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর স্পষ্ট হবে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গৌরহাটি ESI হাসপাতালের সুপার অভ্রজিৎ মুখার্জি বলেন, "রোগী আনার সঙ্গে সঙ্গেই বলা হয়েছিল সে মৃত । এখানে চেষ্টা করার জায়গাই নেই । তা সত্ত্বেও হঠাৎ 40-50 জন ঢুকে পড়ে হাসপাতালে ভাঙচুর করে । সব কিছু ভেঙে পরিস্থিতি যা করেছে সেকারণে তিনদিনের জন্য আমাদের এমারজেন্সি পরিষেবা বন্ধ রাখছি ।"

Last Updated : May 2, 2019, 9:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details