ভদ্রেশ্বর, 2 মে : এক শ্রমিককে ঠিকভাবে পরীক্ষা না করেই মৃত ঘোষণা করা হয়েছে, এই অভিযোগ তুলে ESI হাসপাতালে ভাঙচুর করা হল। মৃতের নাম শশীভূষণ (টিঙ্কু) পাসওয়ান (24) । তার বাড়ি ভদ্রেশ্বরের তেঁতুলতলা লেনে । শশীভূষণের সহকর্মীরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
শশীভূষণ চাঁপদানির একটি কারখানায় কাজ করতেন। আজ সেখানে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন অন্য শ্রমিকরা । তাঁরাই শশীভূষণকে উদ্ধার করে গৌরহাটি ESI হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । কিন্তু শশীভূষণের সহকর্মীদের দাবি, তখনও তাঁর শ্বাসপ্রশ্বাস চলছিল। চিকিৎসক ভালো করে পরীক্ষা করেননি, এই অভিযোগে এরপর হাসপাতালে ভাঙচুর চালানো হয়। পরে চন্দননগর মহকুমা হাসপাতালে শশীভূষণের দেহ নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।