পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে বলাগড়ের তৃণমূলের যুবনেতার নাম, সরব বিরোধীরা

চাকরি পাইয়ে দেওয়ার নাম করে 19 কোটি টাকা তোলার অভিযোগ উঠেছে তৃণমূলের যুবনেতার (TMC youth leader name) বিরুদ্ধে ৷ সিবিআইয়ের জেরার মুখে পড়েন তিনি । কুন্তল ঘোষকে চেনে না, দাবি তৃণমূলের ৷ কটাক্ষ বিরোধী শিবিরের ৷

TMC youth leader name
TMC youth leader

By

Published : Jan 12, 2023, 10:23 PM IST

তৃণমূলকে বিঁধেছে বাম বিজেপি

বলাগড়(হুগলি), 12 জানুয়ারি: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) অভিযুক্ত মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল বুধবার নিজাম প্যালেসে গিয়েছিলেন । সিবিআই জেরায় হুগলির তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের নাম জানিয়েছিলেন তিনি । বলাগড়ের এই যুবনেতা নাকি চাকরি দেওয়ার নামে সাড়ে 19 কোটি টাকা তুলেছেন বলে অভিযোগ । তিনি লিঙ্ক ম্যান হিসাবে কাজ করতেন বলে খবর । এই নেতার নাম জড়াতেই ক্ষোভ প্রকাশ বিরোধীদের । আন্দোলনে নামার পরিকল্পনা করেছে বিজেপি ।

শিক্ষক নিয়োগ দুর্নীতে তৃণমূলের যুবনেতা:বলাগড়ের শ্রীপুরের বাসিন্দা কুন্তল ঘোষ । 2016 সাল থেকে রাজনীতি জীবন শুরু তাঁর । তারপর ধাপে ধাপে রাজনীতিতে উত্থান । তৃণমূল যুব রাজ্য কমিটিতে জায়গা পান কুন্তল । অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষের সঙ্গে তাঁর একাধিক ছবিও দেখা যায় সোশাল মিডিয়ায় । হুগলি জেলা তৃণমূলের সাংগঠনিক যুব সভাপতি রুনা খাতুনেরও ঘনিষ্ঠ এই যুবনেতা । সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে তার সঙ্গে ছবি রয়েছে বর্তমান পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীরও । বলাগড় বিধানসভা ভোটে নেতৃত্ব দিয়েছেন তিনি ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুন্তল ঘোষ

কুন্তলকে চেনে না, দাবি তৃণমূলের:তাপস মণ্ডলের বক্তব্যের পর মুখ খুলতে চাইছেন না কেউই । তবে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী দাবি করেছেন তিনি কুন্তল ঘোষকে চিনতেন না । তিনি বলেন, "আমার সঙ্গে আলাপ নেই । নাম শুনেছি, তবে চিনি না । ঘটনা সত্যি হলে দল তার পাশে থাকবে না ।" স্থানীয় বাসিন্দা প্রিয়তোষ মণ্ডল বলেন, "কুন্তলের কলকাতায় বাড়ি রয়েছে । তবে মাঝে মধ্যে বলাগড়ের বাড়িতে আসেন । বাড়িতে তিনটি পোষ্য কুকুর রয়েছে । তাদের দেখভাল ও বাড়ির মন্দিরে পুজো দেওয়ার জন্য কাজের লোক আছে ।"

কুন্তল ঘোষের সোশাল মিডিয়া পোস্ট

তৃণমূলকে বিঁধেছে বাম-বিজেপি

তবে এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির (Opposition slams TMC) । বিজেপি নেতা বেচু নায়েক বলেন, "কাল দেখলাম টিভিতে কুন্তল সাড়ে উনিশ কোটি টাকা তুলেছে চাকরি দেওয়ার নামে । আমাদের মনে হয় ও একশো কোটি টাকা তুলেছে । বড় বড় নেতাদের সঙ্গে ছবি ভাইরাল হচ্ছে কুন্তলের । দল কী জানে না, তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে । সব তদন্ত করে সামনে আসা দরকার ।" সিপিআইএম হুগলি জেলা কমিটির সদস্য অতনু ঘোষ বলেন, "তৃণমূলের বিধায়ক বা নেতারা যাই বলুন না কেন, দল সবটাই জানে ৷ দলকে সামনে রেখে এসব দুর্নীতি করেছে । বেকার শিক্ষিত যুবক যুবতীদের থেকে টাকা নিয়েছে চাকরির নাম করে । কিছু পেয়েছে কিছু পাইনি । যাদের চাকরি হয়েছিল তাদের আবার চাকরি চলেও গিয়েছে । মানুষ সব দেখছে-বুঝছে ।"

আরও পড়ুন:চাকরি পাইয়ে দেওয়ার নামে 19 কোটি তোলার অভিযোগ, জেরার মুখে তৃণমূলের যুব নেতা

ABOUT THE AUTHOR

...view details