পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পেঁয়াজের দামে সেঞ্চুরি, CPI(M)- এর ভুখা মিছিল - CPIM in hunger rally

ইডেনে পিঙ্ক বলে সেঞ্চুরি এল বিরাটের ব্যাট ধরে ৷ সেঞ্চুরি এল বাংলার হেঁশেলেও ৷ পিঙ্ক বলের পর এবার পিঙ্ক পেঁয়াজ ৷ সেঞ্চুরির গণ্ডি ছুঁল পেঁয়াজের দাম ৷ রাজ্যের বাজারগুলিতে পেঁয়াজের দাম কেজি পিছু 80 টাকা থেকে বেড়ে 100 টাকায় দাড়াল ৷ টান পড়েছে মধ্যবিত্তের পকেটেও ৷

সেঞ্চুরি এল পেঁয়াজের দামে, ভুখা মিছিলে CPIM

By

Published : Nov 24, 2019, 11:57 PM IST

Updated : Nov 25, 2019, 8:49 AM IST

হুগলি, 24 নভেম্বর : ইডেনে পিঙ্ক বলে সেঞ্চুরি এল বিরাটের ব্যাট ধরে ৷ সেঞ্চুরি এল বাংলার হেঁশেলেও ৷ পিঙ্ক বলের পর এবার পিঙ্ক পেঁয়াজ ৷ সেঞ্চুরির গণ্ডি ছুঁল পেঁয়াজের দাম ৷ রাজ্যের বাজারগুলিতে পেঁয়াজের দাম কেজি পিছু 80 টাকা থেকে বেড়ে 100 টাকায় দাড়াল ৷ টান পড়েছে মধ্যবিত্তের পকেটেও ৷

বেশ কিছুদিন ধরে পেঁয়াজের দাম ঘোরাফেরা করছিল সত্তর থেকে আশি টাকার মধ্যে ৷ মাঝে কিছুদিন দাম একটু কমলেও আবারও তা বেড়ে পৌঁছায় একশোয় ৷ পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য সবজির দামও ৷ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ পথে নামল বামেরা ৷ হাতে থালা বাটি নিয়ে ভুখা মিছিলে নামে CPI(M) নেতৃত্ব ৷ হুগলি জেলার মগড়াগঞ্জ থেকে শুরু করে কাটাপুকুর নিমতলা, বাগাটি হয়ে মগড়া স্টেশনে শেষ হয় প্রতিবাদ মিছিল । NRC-র প্রতিবাদে, বেকারদের কর্মসংস্থানের দাবিতে মিছিল করবে বাম দলগুলি । তার প্রচারও চলে ভুখা মিছিল থেকে ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন স্থানীয় সবজি বিক্রেতারা

দ্রব্যমূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে । সে জন্যই এই ভুখা মিছিল ৷ আজ মিছিল শুরুর আগে এমনই জানালেন জেলার CPI(M) নেতা গুরুপদ ঘোষ ৷ ব্যবসায়ীদের একাংশ জানান, পেঁয়াজের দাম প্রতিদিনই বাড়ছে ৷ আড়তে পেঁয়াজের যোগান কম থাকার কারণেই এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে ৷

Last Updated : Nov 25, 2019, 8:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details