শ্রীরামপুর, 24মার্চ : মদ্যপানের সময় বচসার জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। নাম রাজাবাবু মাহাত (22)। গুলি চালানোর ঘটনায় তিনজনকে আটক করেছে শ্রীরামপুর থানার পুলিশ। ঘটনাটি রিষড়ার শ্রীকৃষ্ণনগরের।
মদের আসরে গুলি, মৃত্যু - Fire
মদ্যপানের আসরে বচসার জেরে এক যুবককে গুলি করা হয়। মৃত্যু হয় তার। আটক তিন।
আজ সকালে শ্রীকৃষ্ণনগরের একটি ঘরে চার যুবক মদ্যপান করছিল। বেলা 12টা নাগাদ স্থানীয় বাসিন্দারা গুলির আওয়াজ শুনতে পায়। স্থানীয়রা রাজাবাবুকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, চারজনই এলাকায় বিভিন্ন দুষ্কর্মের সঙ্গে জড়িত।
খবর পেয়ে ঘটনাস্থানে যায় শ্রীরামপুর থানার পুলিশ। বিকাশ তিওয়ারি নামে এক যুবককে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুই যুবককেও আটক করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওয়ান শাটার থেকে গুলি চালানো হয়েছে।