তারকেশ্বর, 4 মে : পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে প্রাণ গেল একজনের । আহত দশজন । ঘটনাটি তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের ধনিয়াখালি থানার অন্তর্গত মাঠ চৌতারা এলাকার । মৃতের নাম গোপাল পাত্র । তৃণমূলের কর্মী সে । অভিযোগ, বিজেপির বেশ কিছু কর্মী তৃণমূলের গোপালসহ বেশকিছু কর্মী ও সমর্থককে মারধর করে । বিজেপিরও কয়েকজন আহত হয় ।
হুগলি জেলায় ভোটের পর থেকে যেভাবে হিংসা শুরু হয়েছে তাতে এখনও পর্যন্ত খানাকুল ও তারকেশ্বরের দুজনের মৃত্যু হয়েছে । তারা দুজনেই তৃণমূল কর্মী । এতেই তৃণমূলের অভিযোগ বিজেপির বাইরে থেকে লোকজন এনে বাংলায় টাকার বিনিময়ে হিংসা ছড়াচ্ছে । আমরা চাই বাংলায় শান্তি ফিরে আসুক ।
তৃণমূল কর্মী সুকচাঁদ বেশরা ও গোপাল পাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চুঁচুড়ায় রেফার করা হয়েছে । সেখানেই মৃত্যু হয় গোপালের । বাকি আরও চার তৃণমূল কর্মী এবং দুই বিজেপি কর্মীকে ধনিয়াখালি ব্লক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । ঘটনায় দুই বিজেপি কর্মী শ্রীমন্ত মালিক, সাহেব মালিককে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ ।