পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Shootout at Pandua: পাণ্ডুয়ায় শুট আউটে মৃত এক ব্যক্তি, আটক এক - পাণ্ডুয়ায় শুট আউট

পাণ্ডুয়ায় পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে মাথায় ও বুকের ডানদিকে গুলি এক ব্যক্তিকে (Shootout at Pandua) ৷ মৃত ব্যক্তির নাম উদয়ন বিশ্বাস বলে পুলিশের অনুমান ৷ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ ৷

Shootout
পাণ্ডুয়ায় শুট আউট

By

Published : Feb 21, 2023, 10:49 AM IST

Updated : Feb 21, 2023, 12:27 PM IST

পাণ্ডুয়ায় শুট আউটে মৃত এক ব্যক্তি

পাণ্ডুয়া, 21 ফেব্রুয়ারি: জগদ্দলের পর এবার পাণ্ডুয়া ৷ সাত সকালে শুট আউটে মৃত এক ব্যক্তি (One dies in Shootout at Pandua) । হুগলি ও বর্ধমান বর্ডার এলাকায় বোড়াগড়ি জিটি রোডের উপর ঘটনাটি ঘটে । ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ ৷ সকাল আটটা নাগাদ এক ব্যক্তি জিটি রোডের পাশে দাঁড়িয়েছিলেন । সেখানে একটি স্করপিও গাড়ি থেকে চারজন দুষ্কৃতী নামে । তারা এই ব্যক্তিকে ধরে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে মাথায় ও বুকের ডানদিকে গুলি করে বলে প্রত্যক্ষদর্শীদের তরফে জানা গিয়েছে । এরপরেই তিনি জিটি রোডে লুটিয়ে পড়েন । স্থানীয় বাসিন্দারা পাণ্ডুয়া থানার পুলিশকে খবর দেয় । পুলিশ এসে ব্যক্তিকে উদ্ধার করে গুলিবিদ্ধ অবস্থায় পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

সূত্রের খবর, মৃতের পকেট থেকে একটি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার হয়েছে ৷ সেখান থেকে তাঁর নাম জেনেছে পুলিশ । তাঁর নাম উদয়ন বিশ্বাস (45) বলে জানা গিয়েছে । পুলিশ খতিয়ে দেখছে ওই ব্যক্তিই উদয়ন কি না । কী কারণে এখানে এসেছিলেন তিনি । কেনই বা তাঁকে খুন করা হয়েছে সেটাও খতিয়ে দেখছে পুলিশ । স্থানীয়দের তরফে জানা গিয়েছে, চারজন দুষ্কৃতী একটি স্করপিও গাড়ি করে আসে । পরে পুলিশ ওই গাড়িটিকে আটক করেছে । বাকিরা গাড়ি থেকে নেমে মাঠের মাঝ খান দিয়ে পালিয়ে যায় বলে খবর । পুলিশ তদন্ত শুরু করেছে । গুলির ঘটনায় স্থানীয় মানুষজন আতঙ্কিত । কেন সাত সকালে এই ধরনের ঘটনা ঘটল, কেউ বুঝে উঠতে পারছে না ।

আরও পড়ুন:ফের জগদ্দলে শুটআউটের ঘটনায় আহত তৃণমূল কর্মী, আটক তিন

পুলিশ সূত্রে খবর, গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা বিহার থেকে এসেছিল । গাড়ির ড্রাইভারকে নামিয়ে গুলি করা হয় । মৃত ড্রাইভারের নাম উদয়ন বিশ্বাস । বর্ধমান থেকে গাড়িটি ভাড়া করা হয়েছিল । হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম দেবিদয়াল কুন্ডু জানান, বর্ধমান থেকে এই গাড়িটি ভাড়া করে নিয়ে আসা হয়েছিল । কী কারণে ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে ।

Last Updated : Feb 21, 2023, 12:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details