গুপ্তিপাড়া, 18 অগাস্ট : ফিরে এল ভাগাড় কাণ্ডের স্মৃতি ৷ ফ্রিজে মজুত রাখা পচা মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হল ৷ ধৃতের নাম সুশান্ত দাস ৷ গুপ্তিপাড়া স্টেশন বাজারের ঘটনা ৷
আরও পড়ুন : 'অমানবিক', দুর্গাপুরের মেয়রকে ফোনেই বকাঝকা জিতেন্দ্র তিওয়ারির
গুপ্তিপাড়ার একটি দোকানে পচা মাংস মজুত রয়েছে বলে অভিযোগ ওঠে ৷ খবর পেয়ে আজ এলাকায় হানা দেয় পুলিশ ৷ দোকানের ভিতর ফ্রিজ থেকে প্রায় 100 কেজি পচা মাংস বাজেয়াপ্ত করে পুলিশ ৷ দোকানের মালিক সুশান্ত দাসকে গ্রেপ্তার করা হয়েছে ৷ স্থানীয় বাসিন্দা নির্মল দাস বলেন, "গ্রামের মধ্যে ভাগাড়ের মাংস মজুতের খবর পেয়ে খুবই চিন্তিত ৷ এবার থেকে সামনে না কাটিয়ে আর মাংস কিনব না ৷"