চণ্ডীতলা, 11 সেপ্টেম্বর : ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কিশোরের ৷ হুগলির চণ্ডীতলা থানার গঙ্গাধরপুর গ্রামের ঘটনা ৷ এই ঘটনায় প্রশাসনের ব্যর্থতাকে দায়ি করেছেন গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত সদস্য ৷
চণ্ডীতলায় ডেঙ্গি আক্রান্ত কিশোরের মৃত্যু, প্রশাসনিক ব্যর্থতা মানলেন পঞ্চায়েত সদস্য - চণ্ডীতলা
হুগলির চণ্ডীতলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যু হল ৷ ঘটনায় প্রশাসনের ব্যর্থতাকে দায়ি করেছে গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য ৷
মৃত কিশোরের নাম সুমন দাস (15) ৷ সে শিয়াখালা বেণীমাধব হাইস্কুলের ক্লাস নাইনের ছাত্র ৷ শুক্রবার তার জ্বর হওয়ায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় ৷ সেখানে রক্ত পরীক্ষা করে দেখা যায় সুমন ডেঙ্গিতে আক্রান্ত ৷ গতকাল তার মৃত্যু হয় ৷
গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য জ্যোতির্ময় আদক বলেন, "প্রশাসনের ব্যর্থতার কারণেই সুমনের মৃত্যু হয়েছে ৷ এলাকায় ডেঙ্গি নিয়ে সচেতনতার অভাব আছে ৷ স্থানীয় NGO ডেঙ্গি সচেতনতার উদ্যোগ নিলেও পঞ্চায়েত ও স্বাস্থ্য বিভাগের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ বারবার পঞ্চায়েত মিটিংয়ে জানিয়েও কোনও লাভ হয়নি ৷"