চুঁচুড়া, 22 মার্চ : বকেয়া তিনমাসের বিদ্যুৎ বিল ৷ দফতর থেকে একাধিকবার রিমাইন্ডার দেওয়ার পরেও বিলের টাকা বকেয়াই রয়ে গিয়েছিল ৷ নিয়মমাফিক চুঁচুড়া থানার দেবানন্দপুর পঞ্চায়েতে অভিজিৎ পালের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিলেন বিদ্যুৎকর্মীরা ৷ কিন্তু কর্তব্য পালন করতে গিয়ে চূড়ান্ত বাধার সম্মুখীন হওয়ার পাশাপাশি আক্রান্ত হতে হল বিদ্যুৎকর্মীদের ৷ স্থানীয়দের সঙ্গে নিয়ে বিদ্যুৎকর্মীদের পেটালেন অভিজিৎ পাল (WBSEDCL Workers Attacked in Chunchura) ৷
অভিযোগ, প্রথমে কর্মীদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বাধা দেওয়া হয় ৷ এরপর বিদ্যুৎ দফতরের গাড়ির চাবি কেড়ে নেওয়া হয় । পালটা অভিজিৎ পালের দাবি, ইতিমধ্যেই অনলাইনে বিল জমা করেছেন তিনি । অথচ বিদ্যুৎকর্মীরা তাঁকে কাজিডাঙা বিদ্যুৎ দফতরে গিয়ে জরিমানার অঙ্ক জমা দিয়ে আসতে বলে । তাহলে পরবর্তীতে এসে পুনরায় বিদ্যুৎ সংযোগের আশ্বাসও দেওয়া হয় । অভিজিৎ সেই দাবি মানেননি, উলটে স্থানীয় বাসিন্দাদের নিয়ে বিদ্যুৎকর্মীদের উপর চড়াও হন ৷ যদিও তিনি এই ঘটনায় জড়িত নন বলে গ্রেফতারির পর দাবি করেছেন তিনি ৷