পোলবা, 1 জুন :পোলবা ভূমি রাজস্ব দফতরে জাল দলিল মিউটেশন করাতে এসে গ্রেফতার হল এক ব্যক্তি । 38 বছরের ওই যুবকের নাম মিলন মালিক । বাড়ি পোলবার রাজহাট নলবোনা গ্রামে । পোলবা বিএলএলআরও সঞ্জীব ঘোষের অভিযোগের ভিত্তিতেই পোলবা থানার পুলিশ মিলনকে গ্রেফতার করে (Arrested one man with Fake documents in Polba)। মঙ্গলবার মিলনকে হেয়ারিংয়ে ডাকা হয় ভূমি রাজস্ব দফতরে । মিলন আসতেই বিএলএলআরও পুলিশকে ডাকেন । তিনি লিখিত অভিযোগ জানান যে জাল দলিল নিয়ে মিউটেশন করছে ওই ব্যক্তি । বুধবার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে চুঁচুড়া আদালতে পেশ করে । পুলিশি হেফাজতে নেওয়ার পর তদন্ত শুরু করবে । এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা বা অন্য কোনও চক্রে রয়েছে কিনা তা খতিয়ে দেখবে পুলিশ ।
জানা গিয়েছে, কয়েকদিন আগে মিলন একটি জমির দলিল নিয়ে মিউটেশন করাতে যায় পোলবার বরুনানপাড়ায় ভূমি রাজস্ব দফতরে । 1999 সালের দলিলে ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রারের নাম উল্লেখ থাকায় সন্দেহ হয় বিএলএলআরও সঞ্জীব ঘোষের । কারণ যে সময়কার দলিল, তার আগে হুগলিতে ডিএসআর দুটি ভাগে বিভক্ত হয় । ডিএসআর-1 আর ডিএসআর-2 । দফতরে রিকুইজিশন পাঠিয়ে দলিলের রেকর্ড যাচাই করতেই ধরা পড়ে জাল দলিল । এর আগে মুখ্যমন্ত্রী পুরুলিয়ার প্রশাসনিক সভায় ভূমি ও ভূমি রাজস্ব দফতরের সামনে দুটি দোকানে অবৈধ কাজের কথা বলেছিলেন ।