পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনায় ফিকে রামমোহন রায়ের 250তম জন্মদিন

আড়াইশো বছরের জন্মদিনটিকে সারা বছর ধরে পালন করার ভাবনা ছিল রামমোহন রায় স্মৃতিরক্ষা কমিটির ৷ রাজ্য তথা দেশজুড়ে তা পালিত হত ৷ কিন্তু, সেই ভাবনায় বাধ সেধেছে করোনা পরিস্থিতি ৷

on-corona-situation-celebration-of-250th-birthday-rammohun-roy
on-corona-situation-celebration-of-250th-birthday-rammohun-roy

By

Published : May 22, 2021, 10:32 PM IST

আরামবাগ, 22 মে : করোনার দ্বিতীয় ঢেউয়ে ফিকে রাজা রামমোহন রায়ের 250তম জন্মদিন । শনিবার আরামবাগের খানাকুলে তাঁর বসতবাটিতে জৌলুসহীন ভাবে স্বাস্থ্যবিধি মেনে পালিত হল দিনটি ৷

1772 সালের 22 মে জন্ম ভারত পথিক রামমোহন রায়ের ৷ দিনটি বাঙালি তথা ভারতবাসীর কাছে উল্লেখযোগ্য ৷ এই দিনে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্ম নেন ভারতের নবজাগরণের অগ্রদূত ৷ আড়াইশো বছরের জন্মদিনটিকে সারা বছর ধরে পালন করার ভাবনা ছিল রামমোহন রায় স্মৃতিরক্ষা কমিটির ৷ রাজ্য তথা দেশজুড়ে তা পালিত হত ৷ কিন্তু, সেই ভাবনায় বাধ সেধেছে করোনা পরিস্থিতি ৷ ফলে এদিন স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত অনুষ্ঠান হল রামমোহন রায়ের খানাকুলের জন্মভিটেতে ৷ খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোয রামমোহন রায়ের মূর্তিতে মাল্যদান করলেন ৷ এছাড়াও তাঁর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করলেন রামমোহন বিশেষজ্ঞ দেবাশিস শেঠ, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি মইনুল হক প্রমুখ ৷

রামমোহন রায়ের 250তম জন্মদিন ৷

খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, "এটা আমাদের গর্ব যে রামমোহন রায়ের মতো মানুষের জন্ম হয়েছিল আমাদের এলাকায় ৷ আমি কেন্দ্র ও রাজ্য সরকারকে অনুরোধ করব যাতে তাঁর জন্মভিটে ভালভাবে সংরক্ষিত হয় ৷"

রামমোহন বিশেষজ্ঞ দেবাশিস শেঠ বলেন, "রামমোহন রায়ের আমলে বাংলা ডুবে গিয়েছিল কুসংস্কার, ধর্মান্ধতা আর অশিক্ষার অন্ধকারে ৷ এই অন্ধকার দূর করতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি । ফলে আজও রামমোহন রায় একইভাবে প্রাসঙ্গিক ৷ সারা বছর ধরে অনুষ্ঠান করার ইচ্ছা ছিল ৷ কিন্তু করোনা পরিস্থিতি সব কিছুতে জল ঢেলে দিল ৷"

ABOUT THE AUTHOR

...view details