পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Awas Yojana Scheme: পাননি আবাস যোজনার সম্পূর্ণ টাকা, দুর্বিষহ অবস্থায় জীবন কাটাছেন সত্তরোর্ধ্ব মহিলা - বৈদ্যবাটি পৌরসভা

আবাস যোজনার সম্পূর্ণ টাকা (Awas Yojana Scheme Money) না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন বৈদ্যবাটির সত্তরোর্ধ্ব মহিলা যমুনাবালা দাস ৷ ক্লাবের এক ছোট ঘরে ত্রিপল খাটিয়ে দিন কাটাতে হচ্ছে তাঁদের ৷ কেন্দ্রের টাকা না আসার ফলে এলাকাবাসীর এই দুর্ভোগ বলে দাবি পৌরপ্রধানের ৷

Awas Yojana
সত্তর উর্ধ্ব মহিলা

By

Published : Jan 18, 2023, 8:53 PM IST

ক্লাবের এক ছোট ঘরে ত্রিপল খাটিয়ে দিন কাটাতে হচ্ছে যমুনাবালা দাসকে

বৈদ্যবাটি, 18 জানুয়ারি: আবাস যোজনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি । একাধিক অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । এর মধ্যে নতুন করে আবাস যোজনার টাকা না ঢোকায় ভোগান্তি মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে । আবাস যোজনার (PM Awas Yojana Scheme) ঘরের কাজ শুরু হলেও সরকারি টাকা না আসায় আটকে গিয়েছে কাজ । তার জেরে ভোগান্তির মুখে বৈদ্যবাটির সত্তরোর্ধ্ব মহিলা ।

ভোগান্তিতে উপভোক্তারা: শুধু তিনি নন । একশোর উপর মানুষ এখন ভোগান্তির মুখে । বৈদ্যবাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে লাহানগরে অমানবিক ছবি ধরা পড়ল ইটিভি ভারতের ক্যামেরায় । পঁচাত্তর বছর বয়সি যমুনাবালা দাস এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন । ক্লাবের এক ছোট ঘরে ত্রিপল খাটিয়ে কোনওরকমে বাস করছেন দীর্ঘ আট মাস ধরে । আবাস যোজনার বাড়ি ভেঙে নতুন করে কাজ শুরু হলেও, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে । পৌরসভাকে বাড়ে বাড়ে জানানো সত্বেও কোন প্রতিকার হয়নি বলে অভিযোগ করেছেন যমুনাবালা । কনকনে ঠান্ডার মধ্যে তিনি ও তাঁর পরিবার ত্রিপল খাটিয়ে কোনওরকমে চালাচ্ছেন । এমনকী তাদের সেরকম স্বচ্ছল অবস্থা নেই যে এই ঘর করে নেবেন । তাঁর দাবি, অবিলম্বে ঘর করার জন্য টাকা দিক সরকার ।

রাজ্য ও কেন্দ্রের টানাপোড়ন: যদিও আবাস যোজনার টাকা নিয়ে টালা বাহানা চলছে রাজ্য ও কেন্দ্রের মধ্যে । আর এর জন্যই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যমুনাবালার মতো কয়েকশো সাধারণ মানুষকে বলে মনে করছেন এলাকাবাসীরা । এই ওয়ার্ডের 50 জন মানুষের এখন একই পরিস্থিতি । পৌরসভার চেয়ারম্যানের দাবি, কেন্দ্রের টাকা না আসার ফলে এই ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে উপভোক্তাদের । এখানে তাঁর কোন দোষ নেই । তবে বিজেপির দাবি, চেয়ারম্যান ও সরকারের দোষের কারণে সাধারণ মানুষ এখন সমস্যায় । উপভোক্তাদের উচিত পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখানো । এটা সম্পূর্ণ রাজ্যের ব্যর্থতার কারণে হয়েছেও বলে বিজেপির মত ।

সবার জন্য বাড়ি প্রকল্প: প্রশাসন সূত্রের খবর, পৌর এলাকার গরিব মানুষদের জন্য কেন্দ্রীয় সরকারের ‘সবার জন্য বাড়ি’ (হাউস ফর অল) প্রকল্প রয়েছে । বাড়ি তৈরিতে মোট খরচ 3 লক্ষ 68 হাজার টাকা । এর মধ্যে উপভোক্তাকে দিতে হয় 25 হাজার টাকা । বাকি টাকা কেন্দ্র চারটি কিস্তিতে দেয় । বৈদ্যবাটি পৌরসভা সূত্রে জানা গিয়েছে, 23টি ওয়ার্ডে 2018-19 অর্থবর্ষে অনুমোদিত হওয়া মোট 720টি বাড়ি তৈরির কাজ চলছে এই প্রকল্পের । প্রথম কিস্তিতে উপভোক্তা পরিবারগুলি 50 হাজার টাকা করে পায় । তার পরে পরিবারকে দ্বিতীয় কিস্তিতে এক লক্ষ টাকা করে দেওয়া হয়েছে । উপভোক্তাদের অভিযোগ, আর কোনও টাকা না আসায় 8-9 মাস ধরে বাড়ির কাজ থমকে রয়েছে । ফলতো চরম ভোগান্তির মুখে একাধিক পরিবার ।

উপভোক্তাদের অভিযোগ: 20 নম্বর ওয়ার্ডের 1 নম্বর লাহানগর কলোনির উপভোক্তা যমুনাবালা দাস বলেন, "5-6 মাস হয়ে গেল প্রকল্পের বাড়ি তৈরির জন্য ঘর ভেঙেছি । 50 হাজার টাকা পেয়েছি । ভিত পর্যন্ত কাজ হয়েছে । আর টাকা পাইনি । ক্লাব থেকে একটা ঘর দিয়েছে । সেই ঘরে দরজা নেই । ত্রিপল টাঙিয়ে থাকছি । ছেলে-বৌমা-নাতিকে নিয়ে ক্লাবে দরমার ঘরে থাকি । শীতে খুব কষ্ট পাচ্ছি সবাই । আমার হাত-পা ফুলে যাচ্ছে ঠান্ডায় ।" এই ওয়ার্ডের আর এক বাসিন্দা বলেন, "50 হাজার টাকা পেয়ে ঘর শুরু করেছি । তারপর থেকে আর কোন টাকা ঢোকেনি । একটা বর্ষা কেটে গিয়েছে । শীতে খুব কষ্ট পাচ্ছি ।"

বিজেপির কটাক্ষ:বিজেপি নেতা স্নেহাংশু মাহন্ত বলেন, "পুরোটাই রাজ্য সরকার ও পৌরসভার ব্যর্থতা । আবাস যোজনার নামে দুর্নীতি করা হয়েছে । এদের ব্যর্থতা চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে ৷ তাই টাকা আটকে রয়েছে । এর দায় সম্পূর্ণ রাজ্য সরকারের । এখানে কেন্দ্রের কোন ব্যর্থতা নেই । এর জন্য সাধারণ মানুষ সমস্যায় পড়ছে । তাদের উচিত পৌরসভা ঘেরাও করা । চেয়ারম্যানের কাছে জবাব চাওয়া ।"

পৌরপ্রধানের যুক্তি: পিন্টু মাহাতো বলেন, "3 লক্ষ 68 টাকার মধ্যে কেন্দ্র 1 লক্ষ 20 হাজার টাকা দেয় । বাকিটা রাজ্য ও উপভোক্তা দেয় । কেন্দ্র ফান্ড না দিলে রাজ্য টাকা দিতে পারছে না । বিভিন্ন পর্যায় যে টাকা পাঠানো হচ্ছে তা থেকে খুবই কম দেওয়া হচ্ছে আমাদের । এই প্রকল্পে 14-15 কোটি টাকার প্রয়োজন । কিন্তু কেন্দ্র যেভাবে টাকা পাঠাচ্ছে, তা দিয়ে এত বাড়ি একসঙ্গে তৈরি করা সম্ভব নয় ।" তিনি আরও বলেন, "কম টাকা আসায়, দ্রুত কাজ করা যাচ্ছে না । কাঁচাবাড়ি ভেঙে সেই জায়গায় ওই প্রকল্পের কাজের জন্য শীতে কষ্টের মধ্যে মানুষকে থাকতে হচ্ছে । রাজ্য কেন্দ্রকে বার বার বলা সত্বেও উপযুক্ত ফান্ড দেওয়া হচ্ছে না । আবাস যোজনার ঘর অনুমোদন হলে আর সমস্যা হওয়ার কথা নয় । এখানে একা যমুনাবালা দাস নয় । একশোর উপর মানুষ রয়েছে । তাদের পৌরসভার পক্ষ থেকে জায়গা দেওয়ার পরিকাঠামো নেই ।"

আরও পড়ুন: আবাস যোজনার বরাদ্দের টাকা চেয়ে কেন্দ্রকে আবার চিঠি রাজ্যের

ABOUT THE AUTHOR

...view details