হরিপাল, 23 মার্চ:বিশাল স্কুল ঘর আছে। আর আছে ছাত্রছাত্রীদের জন্য বিরাট খেলার মাঠ থেকে শুরু করে পঠন পাঠনের যাবতীয় সামগ্রী। এই স্কুলের পরিকাঠামো এতটাই উন্নত যে প্রায় 200 জন ছাত্রছাত্রী অনায়াসে পঠন পাঠন করতে পারবে। স্কুলে বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে পানীয় জল, মিড-ডে মিলের ঘর, আদর্শ শ্রেণিকক্ষ সবই আছে। একজন শিক্ষিকাও রয়েছেন। আর 27 জন ছাত্রছাত্রী আছে। কিন্তু হঠাৎ করে স্কুল বন্ধের নোটিশে দিশাহারা অবস্থা গ্রামের মানুষের (Notice of School Closure in Haripal Hooghly)। গতকাল যারা স্কুল বন্ধের নোটিশ দিতে এসেছিলেন তাঁদেরকে আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ৷
তাঁদের সন্তানদের কোথায় পড়াতে পাঠাবেন। এই চিন্তায় অস্থির তাঁরা। এই দৃশ্য হুগলি জেলার হরিপালের বাহিরখণ্ড ডাকাতিয়া খালপাড় শিশু শিক্ষাকেন্দ্রের। গতকাল, 1 এপ্রিল থেকে পাকাপাকি স্কুল বন্ধের নোটিশ দিতে আসেন সরকারি আধিকারিকরা। এই খবর জানতে পেরে গ্রামের মানুষ স্কুলে এসে বিক্ষোভ দেখান। জানা গিয়েছে, নোটিশ দিতে এসে বিক্ষোভের মুখে পড়েন জেলা ও ব্লকের শিক্ষা দফতরের আধিকারিকরা। এমনকী স্কুল ঘরেই আধিকারিকদের তালাবন্দি করে রাখেন অভিভাবকরা।