পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"BJP কর্মীরা বাড়ি এলে গোমূত্র পান করান", বললেন আবদুল মান্নান - BJP কর্মীরা বাড়ি এলে গোমূত্র পান করান

“BJP কর্মীরা বাড়িতে এলে এক গ্লাস গোমূত্র পান করাবেন । তারপর বলবেন, ভোট চাইতে আসবেন না  ।” শ্রীরামপুরে বললেন আবদুল মান্নান ।

abdul

By

Published : Jun 30, 2020, 11:33 PM IST

শ্রীরামপুর, 30 জুন : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ শ্রীরামপুরে মহাকুমাশাসক দপ্তরের সামনে সভা করে বাম ও কংগ্রেস । সেই সভামঞ্চ থেকেই BJP-কে আক্রমণ করলেন কংগ্রেস নেতা আবদুল মান্নান । BJP কর্মীরা বাড়িতে জনসংযোগ অভিযানে এলে তাঁদের গোমূত্র পান করাতে বললেন তিনি ।

আবদুল মান্নান বলেন, “BJP কর্মীরা বাড়ি এলে এক গ্লাস গোমূত্র পান করাবেন । তারপর বলবেন, গোমূত্র খেয়ে বাড়ি যান । ভোট চাইতে আসবেন না ।”

আজ তিনি বলেন, “মনমোহন সিং-এর আমলে আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম ছিল 108 ডলার । তখন দেশে পেট্রল-ডিজ়েল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে ছিল । পেট্রলের দাম ছিল 65 টাকা এবং গ্যাসের দাম ছিল 400 টাকা । তখন কংগ্রেস সরকারের বিরোধিতা করেছিলেন নরেন্দ্র মোদি, রাজনাথ সিং, স্মৃতি ইরানিরা । তাঁরা বলেছিলেন, মনমোহন সিং-এর হাতে চুড়ি পরিয়ে দিতে হবে । এখন আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম হয়েছে 43 ডলার । তাহলে দেশে এত দাম কেন ? BJP কর্মী বাড়ি বাড়ি যাচ্ছেন । তাঁদের জিজ্ঞাসা করুন পেট্রল-ডিজ়েলের দাম কেন আকাশ ছোঁয়া।”

সেই সঙ্গে আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলেরও সমালোচনা করেন আবদুল মান্নান । বলেন, "জনতা দেখিয়ে দিচ্ছে তাই ধরা পড়ছে । আর কান ধরে ওঠবোস করাচ্ছে তাই টাকা ফেরত দিচ্ছে ।"

মান্নানের বক্তব্যের প্রেক্ষিতে রাজ্য BJP নেতা ভাস্কর ভট্টাচার্য বলেন, মান্নান সাহেবদের কংগ্রেস আজ CPI(M)-এর উচ্ছিষ্ট ভোগী দলে পরিণত হয়েছে । গোমূত্র হয়তো তিনি পান করার কথা বলতে পারেন । তাঁদের দলের শেষ সময় হয়ে গেছে ।আগামী বিধানসভায় তাঁরা একটি ভোটও পাবেন না । তাই আজ CPI(M)-এর কাঁধে চেপে বৈতরণী পার হওয়ার চেষ্টা করবেন । আর এসব ভুলভাল বকবেন ।

ABOUT THE AUTHOR

...view details