পাণ্ডুয়া, 18 জুন:মনোনয়ন কেন্দ্রে পুলিশের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠল হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ এই অভিযোগ তুলে এফআইআর করলেন পাণ্ডুয়া থানার ওসি। প্রসঙ্গত, গত 12 জুন পাণ্ডুয়ার বিডিও অফিসে মনোনয়নের কাজ ঠিকঠাক চলছে কি না তা সরেজমিনে দেখতে যান লকেট । সেসময় মনোনয়ন কেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে 144 ধারা জারি ছিল ৷ সেদিন সাংসদ পায়ে হেঁটে বিডিও অফিসে ঢোকার চেষ্টা করেন ৷ তবে সেখানে উপস্থিত কর্তব্যরত ওসি অর্ণব গঙ্গোপাধ্যায়-সহ পুলিশ আধিকারিকরা লকেটকে বিডিও অফিসের ভেতরে ঢুকতে বাঁধা দেন । এরপর তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন হুগলির এই সাংসদ ৷
বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হওয়ার পর বিডিওর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে শেষমেশ ঢুকতে দেওয়া হয় লকেটকে । এ ব্যাপারে নির্বাচন কমিশনেও লিখিত অভিযোগ জানান হুগলির সাংসদ । পরবর্তী সময়ে পুলিশের কাজে বাঁধা দেওয়ার জন্য লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই এফআইআর করলেন ওসি অর্ণব গঙ্গোপাধ্যায় ।