পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরও 2 কোরোনা আক্রান্তের খোঁজ হুগলিতে, সংখ্যা বেড়ে 9 - corona virus

আজ ডানকুনি ও সিঙ্গুরে আরও দুই কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল । কলকাতা থেকেই তাঁরা সংক্রমিত হয়েছেন বলে অনুমান করা হচ্ছে।

হুগলিতে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 9
হুগলিতে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 9

By

Published : Apr 17, 2020, 6:04 PM IST

Updated : Apr 17, 2020, 9:43 PM IST

হুগলি, 17 এপ্রিল: আরও দুই কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেল হুগলিতে । এই নিয়ে সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 9 । গতকাল পর্যন্ত সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা ছিল সাত । আজ ডানকুনি ও সিঙ্গুরে আরও দুই কোরোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল ।

ওই দু'জন কলকাতা থেকে সংক্রমিত হয়েছেন বলে অনুমান করা হচ্ছে । ডানকুনির বাসিন্দা 32 বছরের এক যুবক ব্যবসার কাজে কলকাতায় থাকতেন । চারদিন আগে কোরোনা সন্দেহে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । আজ তাঁর নমুনার রিপোর্ট পজ়িটিভ আসে । ওই যুবকের বাড়ি ডানকুনির হিমনগর এলাকায় । রিপোর্ট আসার পরই তাঁর বাড়ি জীবাণুমুক্ত করার কাজ শুরু করে ডানকুনি পৌরসভা ও দমকল । যুবকের পরিবারের 8 জনকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে ।

কোরোনা আক্রান্তের বাড়ি জীবাণুমুক্ত করার কাজ করছে দমকল
অন্যদিকে সিঙ্গুরের আক্রান্ত ব্যক্তি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ডায়ালিসিস করাতে যেতেন । সেখান থেকেই 72 বছরের ওই বৃদ্ধের সংক্রমণ হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে । তাঁকে বেলেঘাটা ID-তে পাঠানো হয়েছে । বৃদ্ধের পরিবারের একাধিক সদস্যকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে ।
Last Updated : Apr 17, 2020, 9:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details