চন্দননগর, 16 এপ্রিল : কোরোনা সংক্রমণ আটকাতে ইতিমধ্যেই লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে । এই পরিস্থিতিতে জরুরি ছাড়া সমস্ত পরিষেবা বন্ধ । নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছাড়া অন্য সবকিছুর দোকানও বন্ধ রাখার কথা বলা হয়েছে । মদের দোকানগুলিও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । কিন্তু এখনও রাজ্য়ের কয়েকটি জায়গায় মদের দোকান খোলা রয়েছে বলে একাধিক জায়গা থেকে অভিযোগ আসছে । আজ এনিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন BJP নেতা সায়ন্তন বসু। বলেন, "তৃণমূলে মাতালের সংখ্যা বেশি । তাদের জন্য মদ লাগবে । তাই মদের দোকান খোলা রয়েছে।"
আজ চন্দননগর গোন্দলপাড়া জুট মিলের শ্রমিকদের সঙ্গে দেখা করতে আসেন BJP নেতা। সেখানেই বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক ইশুতে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি । ইতিমধ্যেই কোরোনা সংক্রান্ত তথ্য নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে বারবার বিস্তর ফারাক দেখা গেছে । এপ্রসঙ্গে সায়ন্তনবাবু বলেন, "রাজ্য সরকার যে তথ্য দিচ্ছে, তার চেয়েও বেশি সংক্রমণ ঘটছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় সরকার বাস্তব পরিস্থিতি জানানোর চেষ্টা করছে । কিন্তু কেন্দ্র-রাজ্য তথ্যে 30-40 জনের ফারাক দেখা যাচ্ছে । এজন্য দায়বদ্ধ থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় । এখনও যথাযথভাবে লকডাউন কার্যকর করতে পারেননি । বিশেষ ধর্মের মানুষের জন্য ও ভোটের রাজনীতির জন্য তাঁদের এলাকায় লকডাউন করলেন না। রাজনীতি না করে ভোট ব্যাঙ্কের কথা না ভেবে, কেন্দ্রীয় সরকার যা যা নির্দেশ দিচ্ছেন তা সক্রিয়ভাবে পালন করা হোক।"