শ্রীরামপুর, 8 মে : শ্রীরামপুরের ইন্ডিয়া জুটমিলের একটি বিভাগ বন্ধের নোটিস । কারখানা চালু রাখার দাবিতে রাস্তা অবরোধ শ্রমিকদের । মঙ্গলবার শ্রম দপ্তরে বৈঠকে আলোচনার পর কারখানা খোলার আশ্বাস দেয় প্রশাসন ।
আজ সকাল থেকে ইন্ডিয়া জুটমিলের টেক্সটাইল বিভাগ বন্ধের নোটিস দেওয়া হয় । নোটিসে বলা হয় করোনা মহামারি পরিস্থিতির কারণে উৎপাদিত দ্রব্য বিক্রিতে সমস্যা হচ্ছে । ফলে বহু টাকার সিন্থেটিক সুতো জমে গিয়েছে । তাই আপাতত 15 দিনের জন্য উৎপাদন বন্ধ রাখা হচ্ছে । করোনার জন্য এমনিতেই 50 শতাংশ লোক নিয়ে কাজ করতে বলেছে সরকার । কিন্তু মিল কর্তৃপক্ষের কারখানা পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় কাজ হারিয়েছেন প্রায় পাঁচশো শ্রমিক । সকালে কাজে যোগ দিতে এসে নোটিস দেখে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা । মিলের সামনে ধর্মতলায় রাস্তা অবরোধ শুরু করেন । শ্রীরামপুর থানার পুলিশ গিয়ে শ্রমিকদের আশ্বস্ত করেন আগামি মঙ্গলবার শ্রীরামপুর শ্রম দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠকে আলোচনা হবে ।