চন্দননগর, 29 এপ্রিল: করোনা হাসপাতালে কাজ করতে চাইলেও অনুমতি দিচ্ছে না স্বাস্থ্য দফতর ৷ অনুরোধ করেও কোনও ফল হয়নি, তাই পেটের তাগিদে এবার বাধ্য হয়ে আয়ারা অবস্থান করলেন চন্দননগর করোনা হাসপাতালে । তবে পাল্টা স্বাস্থ্য দফতরের তরফে যুক্তি, আয়াদের প্রশিক্ষিণ এবং সরকারি স্বীকৃতি নেই ৷ তাই কোনও ভাবেই তাঁদের করোনা ওয়ার্ডে কাজ করতে দেওয়া সম্ভব নয় ৷
কাজ পাওয়ার আশায় বৃহস্পতিবার সকাল থেকে চন্দননগর হাসপাতালে সুপার অফিসের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান আয়ারা ৷ তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে এই হাসপাতালে কাজ করেছেন তাঁরা ৷ কিন্ত এখন হাসপাতালের কোভিড ওয়ার্ড হওয়ায় তাঁঁদের কাজ করতে দেওয়া হচ্ছে না । করোনা রোগীরা ঠিক মতো পরিষেবা পাচ্ছেন না । তা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনও গুরুত্ব দিচ্ছে না । তাঁরা হাসপাতাল সুপার ও সিএমওএইচকে বারবার জানিয়েও কোনও ফল হয়নি । তাই বাধ্য হয়ে এদিন অবস্থানে বসেছেন । তাঁরা কাজ চান ৷ যেকোন শর্ত সাপেক্ষেই কাজ করতে রাজি আছেন তাঁরা । গত বছরও চন্দননগর হাসপাতালের সিভিয়র এ্যাকিউট রেসপিটরি ইনফেকশনস বা সারি (SARI) ওয়ার্ডে কাজ করেছেন তাঁরা । এখানে করোনায় আক্রান্ত সন্দেহে রোগীদের রাখা হত ৷ কিন্তু তাঁদের আর করোনা ওয়ার্ডে কাজ করতে দেওয়া হচ্ছে না ৷ এই পরিস্থিতিতে আর্থিক সংকটের সম্মুখীন হতে হচ্ছে তাঁদের ৷ অভিযোগ, একই অবস্থা আরামবাগ হাসপাতালেও । বেশ কিছু দিন ধরে আরামবাগেও অবস্থানে বসেছেন আয়ারা ।