চুঁচুড়া, 11 জানুয়ারি: গত 30 ডিসেম্বর ইটিভি ভারতে প্রকাশিত হয় চুঁচুড়ার স্কুল পড়ুয়া অভিজ্ঞান কিশোর দাসের উদ্ভাবনের কথা ৷ উন্নতমানের টাচ ফ্রি হ্যান্ড পোর্টেবল স্যানিটাইজার মেশিন বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে হুগলি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির এই পড়ুয়া ৷ করোনা পরিস্থিতিতে এই উন্নতমানের যন্ত্র বানিয়ে ভারত সরকারের স্বত্বও (পেটেন্ট) পেয়েছে সে (Chinsurah boy gets patent for touch free portable hand sanitizer machine) ৷ এবার অভিজ্ঞানের এই সাফল্যে তাকে শুভেচ্ছা জানাল নীতি আয়োগ ৷ মঙ্গলবার, নিজেদের টুইটার হ্যান্ডেলে ইটিভি ভারতের করা খবর শেয়ার করেছে এই কেন্দ্রীয় সংস্থা ৷ লিখেছে, "এই কৃতিত্বের জন্য অভিজ্ঞানকে অনেক শুভেচ্ছা, এটাই এই সময়ে প্রয়োজন ৷ প্রযুক্তির হাত ধরেই কোভিডের বিরুদ্ধে ভারতের লড়াই আরও শক্তিশালী হবে ৷"
আরও পড়ুন : স্পর্শ না করেই হাতে স্যানিটাইজার, যন্ত্র তৈরি করে স্বত্ব পেল চুঁচুড়ার অভিজ্ঞান
এদিন নীতি আয়োগ এই খবর শেয়ার করায় খবরে উচ্ছসিত অভিজ্ঞান ও তাঁর মা ৷ খবরটি প্রকাশিত হওয়ায় তাঁরা ইটিভি ভারতকেও ধন্যবাদ জানিয়েছেন ৷
চুঁচুড়ার খুদে 'বিজ্ঞানী' অভিজ্ঞানের সাফল্যের কথা এবার নীতি আয়োগের টুইটে
স্যানিটাইজার ব্যবহার করতে গিয়ে নতুন করে যাতে কেউ করোনায় আক্রান্ত না হন, তা মাথায় রেখেই টাচ ফ্রি হ্যান্ড স্যানিটাইজার মেশিন বানিয়েছে অভিজ্ঞান ৷ হালকা মেশিন হওয়ার কারণে এটি সহজেই ব্যবহার করা সম্ভব সকলের পক্ষে । এই পোর্টেবল স্যানিটাইজার মেশিনের দাম সকলের সাধ্যের মধ্যেই হবে বলে জানা গিয়েছে ৷ 2020 সালে ইন্টার ন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে এটি তৈরি করে পুরস্কার পায় অভিজ্ঞান । ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানী মহুয়া মৈত্র তার এই কাজে সহযোগিতা করেছেন । তিনিই এই প্রজেক্টের রিপোর্ট তৈরি ও পেটেন্ট পেতে সাহায্য করেছেন আগামী দিনে এই মেশিন ব্যবসায়িক ভিত্তিতে বাজারে আসুক, মানুষের কাজে লাগুক চান অভিজ্ঞান ও তাঁর অভিভাবকরা ৷