তথ্যপ্রমাণ সংগ্রহ করল এনআইএ রিষড়া, 1 অগস্ট:রামনবমীর শোভাযাত্রায় অশান্তি ঘটনার নথি হস্তান্তর করার পরই তৎপর এনআইএ। সোমবার রাত 10টা নাগাদ রিষড়া থানায় আসে এনআইএ'র 4 আধিকারিক। রিষড়া থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তাঁরা। অভিযোগ থেকে শুরু করে তদন্তের খুঁটিনাটিও খতিয়ে দেখেন ৷ শ্রীরামপুর থানাতেও যান তদন্তকারীরা। চন্দননগর পুলিশ কমিশনারেটের সূত্রে খবর, এনআইএ'র চার প্রতিনিধি চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের সঙ্গেও কথা বলেন ৷
রিষড়া থানার পক্ষ থেকে সমস্ত মামলা ও তদন্তের নথি তুলে ধরা হয়েছে। সংঘর্ষের দিন ঘটনাস্থল থেকে লাঠি, ইঁট, কাঁচের বোতল উদ্ধার করা হয় ৷ সেই প্রমাণও তুলে ধরা হয়। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সেই সময় ভিডিয়ো ফুটেজ উদ্ধার হয়েছিল। এই সমস্ত তথ্যপ্রমাণ দেখে তদন্ত শুরু করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্ৰয়োজনে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলা হবে ৷ ঘটনার দিন আসলে কী হয়েছিল এবং কারা এর সঙ্গে যুক্ত ছিল- এই সমস্ত তথ্য তদন্তে উঠে আসবে বলে ধারণা এনআইএ'র।
আরও পড়ুন:ধীরে ধীরে ছন্দে ফিরলেও আতঙ্কিত রিষড়ার মানুষ
উল্লেখ্য, চলতি বছরের 2 এপ্রিল রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে অশান্ত হয়ে উঠেছিল রিষড়া। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ও বিধায়ক বিমান ঘোষ-সহ অন্যরা। সন্ধ্যাবাজার এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ইঁট-পাটকেল ছোঁড়া হয়। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। একাধিক দোকানে ভাঙচুর থেকে শুরু করে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আহত হন বেশ কয়েকজন। বিজেপির এক কর্মী গুরুতর আহত হন। পরদিন রিষড়া 4 নম্বর রেলগেট পুলিশের ভ্যানে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
4 এপ্রিল রাজ্যপাল রিষড়ায় যান। সকলকে শান্ত থাকার বার্তা দেন। রিষড়া ও শ্রীরামপুর থানা এলাকায় দীর্ঘদিন 144 ধারা জারি থাকে। অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েনের পাশাপাশি রাজনৈতিক মিটিং মিছিল বন্ধ রাখা হয়। ধীরে ধীরে শান্ত হয় রিষড়া। এই ঘটনায় যারা গ্রেফতার হয়েছিলেন তাঁরাও জামিন পান। রিষড়াকাণ্ডে বিরাট পরিমাণ সম্পত্তি নষ্টের ঘটনাও ঘটে। হাইকোর্ট হুগলির রিষড়া, হাওড়ার ও ডালখোলার ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিলে রাজ্য সরকার তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট এনআইএ তদন্তের নির্দেশ বহাল রাখে। হাইকোর্ট এই মামলার তথ্য ও প্রমাণ হস্তান্তর করার নির্দেশের পর সোমবার রাত থেকে তদন্ত শুরু করে এনআইএ। সমস্ত প্রমাণ জোগাড় করে আদালতে পেশ করবে তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন:রামনবমীর অশান্তির জের, রিষড়ায় নিযুক্ত সার্কেল ইন্সপেক্টর