বৈঁচীগ্রাম, 29 ডিসেম্বর: বর্ষবরণের সপ্তাহ মানেই ঘুরে বোড়ানো আর পিকনিকের মরশুমের শুরু ৷ ছুটির মরশুমকে উপভোগ করতে পিকনিকে যান অনেকেই ৷ কিন্তু সমাজে থাকা যে চারপেয়রা প্রতিনিয়ত পাহাড়া দেয়, বিপদের আঁচ পেলে সতর্ক করে তাদের কথা আর সেভাবে কে চিন্তা করে ? উপরন্তু হামেশাই তাদের উপর চলে অত্যাচার ৷ ওরা অবলা পথ সারমেয় ৷ নিজেদের দুঃখের কথা ভাষায় প্রকাশ করতে পারে না ৷ ওদের নিয়ে আবার পিকনিক ! শুনতে অবাক লাগলেও হুগলির পাণ্ডুয়ার বৈঁচীগ্রামে পথ সারমেয়দের নিয়ে এক পিকনিকের আয়োজন করেছিল স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন ৷ এই পিকনিকেই প্রাণ ভরে খেল এলাকার সমস্ত পথ কুকুররা ৷
সেখানেই ফেলে দেওয়া উচ্ছিষ্ট জোটে রাস্তার সারমেয়দের । যাদের দু’বেলা নির্ভরতাই একমাত্র ভরসা। তাতেও পেট ভরা খাবার মেলেনা ৷ একদিন তারা যাতে পেট ভরে খেতে পারে তাই এই উদ্যোগ ৷ পথ সারমেয়দের জন্য আয়োজিত এই পিকনিকের মেনু ছিল বেশ নজর কাড়া ৷ বিরিয়ানি, মাছ - মাংস কোনও টাই বাদ যায়নি ৷ সংগঠনের সদস্য জয় মুখোপাধ্যায় বলেন, "পিকনিকের দিনে আমরা মানুষ হিসাবে যেমন আনন্দ করি তেমনি পথ সারমেয়দের নিয়ে দিনটা আমরা উপভোগ করলাম । সারা বছরই নানা কাজ করি । এর সঙ্গে একজন পশু চিকিৎসকদের নিয়ে সারমেয়দের স্বাস্থ্য পরীক্ষার থেকে টিকা দেওয়া ব্যবস্থা করা হয়েছে।"