পোলবা, 21 অগস্ট:আগামী 6 মাসের মধ্যে সামনে আসছে নতুন তৃণমূল (TMC) ৷ এই বলে পোস্টার পড়ল পোলবায় । রাজহাট গ্রাম পঞ্চায়েতের ভাটুয়া এলাকা এবং চৌতারা ল্যাম্প ফ্যাক্টরি গেটে-সহ বিভিন্ন জায়গায় এই পোস্টার লাগানো হয়েছে (New TMC Hoarding) । রবিবার সকালে এই পোস্টারে দেখা যায় ৷ তাতে লেখা 'ভারত মাতা কি জয়' । সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি ও তৃণমূলের দলীয় প্রতীক ।
শুধু হুগলিতে নয়, এর আগে কলকাতা ও মালদাতেও এই ধরনের পোস্টার ঘিরে বিভ্রান্তি ছড়ায় । যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা । পোস্টারে লেখা, 'ঠিক যেমন সাধারণ মানুষ চায়' । আগামী ছয় মাসের মধ্যে নতুন তৃণমূলের কথা তুলে ধরা হয়েছে এই পোস্টারে । সামনেই পঞ্চায়েত নির্বাচন সেই কারণেই কি এই ধরনের পোস্টার লাগানো হচ্ছে । তবে কারা লাগিয়েছে, তা এখনও অজানা ।
এবার হুগলির পোলবাতে নতুন তৃণমূলের আত্মপ্রকাশের পোস্টার পড়ল তৃণমূলের দাবি, বিজেপি এই সব করে এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছে । পাল্টা বিজেপির দাবি, তৃণমূল দুর্নীতিতে ভরে গিয়েছে । আর নতুন তৃণমূল এসে কোন লাভ হবে না । স্থানীয় বাসিন্দারা জানান, সকালে উঠেই এই পোস্টার লক্ষ্য করেন তারা । তবে কে বা কারা এই পোস্টারটা লাগিয়েছে, তা তাঁদের জানা নেই।
পোস্টার ঘিরে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক তরজা । তৃণমূল নেতা (TMC Leader) গণেশচন্দ্র রায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে তৃণমূল, সেই তৃণমূলের সঙ্গে আমি আছি এবং রাজহাট পঞ্চায়েত এলাকার সকল কর্মীরা রয়েছে । তবে আমাদের এখানে নতুন তৃণমূল কী আমরা সেসব বুঝি না । আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করে থাকি । এটাই আমরা সবসময় করব । কে কী পোস্টার দিল, নতুন তৃণমূল কোথায় কী করল, আমরা ওসব দেখি না । রাতের অন্ধকারে কেউ সুস্থ পরিবেশকে নষ্ট করার জন্য এই পোস্টার লাগিয়েছে । কারণ রাজহাট অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সংগঠন ভালো । এসব পোস্টারের কোনও মূল্য নেই ।"
আরও পড়ুন:কলকাতার পর মালদায় বিধায়কের বাড়ির গেটে নব্য তৃণমূল ঘোষণার ব্যানার
আর এই পোস্টার নিয়েই তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির হুগলি জেলার সাধারণ সম্পাদক (BJP Leader) সুরেশ সাউ ৷ তিনি বলেন, "নতুন তৃণমূল আসুক আর পুরনো তৃণমূল আসুক - সামনে সরকার বিজেপি গঠন করছে এটাই সত্যি । নতুন তৃণমূলে আর নতুন করে লোক আসবে না । যেগুলো গরু পাচার, কয়লা পাচার থেকে শুরু করে নানান মামলায় জর্জরিত সেগুলোই আবার এই তৃণমূলে আসবে । কারণ দলটা দু ভাগে ভাগ হয়ে গিয়েছে । পিসি একটা দল, ভাইপো একটা দল ।"