হুগলি, 5 এপ্রিল : সবার হাতে স্মার্ট ফোন এবং এখন মোটামুটি সবাই কম বেশি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ৷ হঠাৎ করে যদি কেউ তাঁর সঙ্গে আপনার নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাক মেল করে বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে সেই ছবি ৷ তাতে ঘাবড়ে যাবেন না !
কারণ সেক্সটরশন(sextortion) নামে নতুন সাইবার ক্রাইমের ফাঁদে পড়ে দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ (New cyber trap sextortion blackmailing people through video call)। যেখানে ভিডিও কলিং-এর মাধ্যমে মানুষকে ব্ল্যাকমেল করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে । টাকা না দিলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি । আর এরকমই অভিজ্ঞতা হয়েছে চন্দননগরের সিপিআইএম নেতা গোপাল শুক্লার ।
গোপাল শুক্লা রবিবার একটি মিটিং ছিলেন ৷ সে সময় তাঁর ফেসবুক ম্যাসেঞ্জারে একটি অচেনা নম্বর থেকে ভিডিও কল আসে । রিসিভ করতেই এক মহিলার নগ্ন ছবি ভেসে ওঠে । মোবাইল স্ক্রিনের এক কোনে গোপাল বাবুর ছবি, ভিডিও কলে যেমনটা হয়, দুই প্রান্তে থাকা দুই জনের ছবি দেখা যায় । কিন্তু এক্ষেত্রে সাইবার অপরাধী অপর প্রান্তে ৷ ব্ল্যাক মেল করার ফাঁদ পাতে ।
সামাজিক বদনাম হওয়ার ভয়ে অনেকে টাকা দিতে রাজি হন । এক্ষেত্রে গোপাল শুক্লা ভয় না-পেয়ে সোজা পুলিশে অভিযোগ করেন । প্রথমে চন্দননগর থানায় যান সেখান থেকে চুঁচুড়ায় চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় সোমবার রাতে অভিযোগ দায়ের করেন। পুলিশ এ ব্যাপারে সামাজিক মাধ্যমে সচেতনতার ব্যবস্থা করে (Cyber Trap Sextortion) ।
সিপিআইএম নেতা বলেন, "অচেনা নম্বরে ভিডিও কল অনিচ্ছাকৃতভাবে ধরি । সেখানে বিবস্ত্র এক যুবতী অশ্লীল অঙ্গভঙ্গি করছে । কয়েক সেকেন্ড পর তা বন্ধ হয়ে যায় । পরে ম্যাসেঞ্জারে ম্যাসেজ আসে এই ছবি ভাইরাল করে দেওয়া হবে বলে । আমরা সামাজিক মাধ্যমের বন্ধুকে পাঠিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় । আমার কাছ থেকে টাকা চাওয়া হয় । তখনই আমি বুঝেছি এটা একটা অপরাধী গ্রুপের কাজ । আর এর শেষ দেখে ছাড়ব ৷ সেই মতো আমি চন্দননগর থানাতে অভিযোগ দায়ের করি । আমি আশা করি, পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে । এই ধরনের কাজের দোষী ব্যক্তিদের শাস্তি হোক।"
মিটিং চলাকালীন ভিডিও কলে নগ্ন মহিলার ছবি, সাইবার ফাঁদে চন্দননগরের সিপিআইএম নেতা গোপাল শুক্লা গোপাল শুক্লা আরও বলেন, "পায়েল রেড্ডি নামে এক জনের ভূয়ো অ্যাকাউন্ট থেকে এই কল আসে । আমি বুঝতে পেরেছি তাই কোন টাকা পয়সা দিইনি ৷ সেই সঙ্গে আমার সোশ্যাল মিডিয়ায় আমার বন্ধু বান্ধবদের বিষয়টি জানাই । যাতে সকলেই সচেতন হোক ।"
চন্দননগর পুলিশের সাইবার ক্রাইম সেলকে থানায় পরিণত করা হয়েছে । যেখানে ওসি উৎপল সাহার নেতৃত্ব একটি দল অপরাধ দমনে কাজ করছে । প্রায় প্রতিদিন এই ধরনের অভিযোগ জমা পড়ছে । সাইবার ক্রাইম থানা থেকে সম্প্রতি "লাইবার লাইটস রিসক্ ভিশন" নামে একটি ইউটিউব চ্যানেল প্রকাশ করা হয়েছে । যেখানে মোবাইল সিম কার্ড কেনা থেকে স্মার্ট ফোন ব্যবহার করলে কীভাবে প্রতারণার শিকার হতে পারেন তা ছোট ছোট ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে । ব্যাংকে প্রতারণা, এটিএম ডেবিট বা ক্রেডিট কার্ডে প্রতারণা, মোবাইলে অ্যাপ ডাউনলোড করিয়ে প্রতারণা, পুরষ্কারের লোভ দেখিয়ে প্রতারণা এবং সেক্সটরশনের মত প্রতারণার শিকার যাতে না হন, সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে । এই চ্যানেল সম্পূর্ণ বিনা মূল্যে সাবস্ক্রাইব করা যায় ।
আরও পড়ুন : I&B Ministry : দেশবিরোধী প্রচার, পাকিস্তানের চারটি-সহ 22টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা নয়াদিল্লির