ভদ্রেশ্বর, 24 মে : ভদ্রেশ্বরের মানকুণ্ডুর দক্ষিণপাড়া এলাকার একটি আমবাগান থেকে উদ্ধার করা হল এক সদ্যোজাতকে । তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
ভদ্রেশ্বরে আম বাগান থেকে উদ্ধার সদ্যোজাত - hooghly news
ভদ্রেশ্বরে একটি আম বাগান থেকে উদ্ধার হল এক সদ্যোজাত । তাকে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । কে বা কারা ওই শিশুকে ফেলে দিয়ে গেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে ।
গতকাল সন্ধে 7টা নাগাদ স্থানীয় কেবল কর্মী অমিয় বরণ ঘোষ এলাকায় কেবল লাইনের কাজ করার সময় শিশুর কান্নার আওয়াজ শুনতে পান । স্থানীয় একটি আমবাগান থেকে শিশুর কান্নার শব্দ ভেসে আসছিল । এরপর বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে তিনি আম বাগানে যান । দেখেন, কেউ বা কারা বাগানের একটি পরিত্যক্ত ঘরের সামনে এক পুত্রসন্তানকে ফেলে দিয়ে গেছে ।
ওই সদ্যোজাতকে উদ্ধার করেন তিনি । পরে ভদ্রেশ্বর থানার পুলিশের হাতে শিশুটিকে তুলে দেওয়া হয় । পুলিশের তরফে চন্দননগর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে শিশুটিকে । চিকিৎসার পর তাকে চাইল্ড হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানা গেছে । ওই শিশুর বয়স আনুমানিক ছয়দিন বলে জানিয়েছে পুলিশ । প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে । পাশাপাশি শিশুর পরিবারের খোঁজ পাওয়ার জন্য তদন্ত শুরু হয়েছে ।