কামারপুকুর, 23 জানুয়ারি :রাস্তা সম্প্রসারণের জন্য সরানো হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি । কিন্তু প্রায় চার বছর কেটে গেলেও সেই মূর্তি স্থাপন করা হয়নি কামারপুকুর ডাকবাংলো মোড়ে ( Netaji bust fell into disrepair for four years) । ঘটনার নিন্দায় সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ (Netaji Birth Anniversary) ।
জানা গিয়েছে, কামারপুকুর ডাকবাংলো এলাকার রাস্তা সম্প্রসারণের জন্য প্রায় চার বছর আগে ওই এলাকা থেকে সরানো হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিটি । ঠিক হয়েছিল, রাস্তার কাজ হয়ে যাওয়ার পর পুনরায় মূর্তিটি স্থাপন করা হবে ওই এলাকাতেই । প্রাথমিকভাবে মূর্তিটি রাখা হয় স্থানীয় ফরোয়ার্ড ব্লকের দলীয় কার্যালয়ে ৷ অভিযোগ, এরপর চার বছর কেটে গেলেও মূর্তিটি পুনঃস্থাপন করা হয়নি । বর্তমানেও মূর্তিটি কামারপুকুর ফরোয়ার্ড ব্লকের দলীয় কার্যালয়েই রাখা আছে । এই নিয়ে বারবার প্রশাসনের কাছে জানানো হলেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি ।