তারকেশ্বর, 20 জানুয়ারি:"গ্রামের মানুষ জানেন, শীত, গ্রীষ্ম, বর্ষা, মমতা বন্দ্যোপাধ্য়ায়ই ভরসা ! ইডির অভিযান চালিয়ে কিচ্ছু হবে না ৷" শুক্রবার হুগলির তারকেশ্বরে এসে একথা বললেন কলকাতার চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্য়ায় (Nayna Bandyopadhyay on ED Raid) ৷ এদিন 'দিদির দূত' (Didir Doot) হিসাবে তারকেশ্বরের মোজপুরে আসেন নয়না ৷ উপলক্ষ, 'দিদির সুরক্ষা কবচ' (Didir Suraksha Kawach) কর্মসূচি ৷ এখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি অভিযান (ED Raid at TMC Leader Santanu Banerjee House) নিয়ে এই মন্তব্যটি করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের বিধায়ক স্ত্রী ৷
এদিন মোজপুরের শ্মশানকালী মন্দিরে পুজো দিয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু করেন নয়না ৷ কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ৷ তাঁদের অভাব, অভিযোগ শোনেন ৷ জনসংযোগের সময় রীতিমতো হালকা মেজাজে দেখা যায় বিধায়ককে ৷ শান্ত গলায় মানুষের প্রশ্নের উত্তর দেন তিনি ৷ এমনকী, বাসিন্দাদের সঙ্গে মশকরা করতেও দেখা যায় তাঁকে ৷ ছোটদের সঙ্গে কথা বলেন তাঁদের মতো করে ৷ প্রসঙ্গত, এত দিন এই এলাকায় স্থানীয় বিধায়ক রামেন্দু সিনহা রায় দিদির দূত হিসাবে মানুষের বাড়ি বাড়ি ঘুরছিলেন ৷ এদিন সেই ভূমিকায় দেখা গেল নয়নাকে ৷