চন্দননগর, 30 এপ্রিল : পায়েল চৌধুরি, জাতীয় কবাডি দলের খেলোয়াড় ৷ তাঁর বিরুদ্ধে সম্পত্তি নিয়ে কাকার সঙ্গে বিবাদের অভিযোগ উঠল ৷ এমন কী দুষ্কৃতী এনে কাকা-কাকিমাকে মারধর করার অভিযোগও ওঠে ৷ পালাতে গিয়ে মৃত্যু হয় এক দুষ্কৃতীর ৷ ঘটনায় গ্রেফতার পায়েল সহ পরিবারের 4 জন এবং 1 জন দুষ্কৃতী ৷ ঘটনার পর থেকে পায়েলের ভাই পলাতক ৷ গতকাল ঘটনাটি ঘটেছে চন্দননগরের বিষহরিতলায় ৷ তদন্ত শুরু করেছে চন্দননগর থানা ৷
ধৃতদের নাম পায়েল চৌধুরি, কৃষ্ণা চৌধুরি, শ্রীপর্ণা চৌধুরি, কমল চৌধুরি ও বাবাই রায় ৷ মৃতের নাম শ্যাম মালি ৷ পায়েলের কাকা-কাকিমার অভিযোগ, পায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিবাদ চলছে ৷ 12 বছর ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে পাঁচিল ভেঙে দখল করার চেষ্টা করে পায়েলরা ৷ পাড়ার লোকের সঙ্গে এব্যাপারে বসে মীমাংসা করার কথা থাকলেও তাতে কোনও সুরাহা হয়নি ৷ গতরাতে কয়েকজন দুষ্কৃতী এসে বাড়ি ভাঙচুর করতে থাকে ৷ তাতে বাধা দিলে দুষ্কৃতীরা চড়াও হয় ৷
আরও পড়ুন : করোনার ভুয়ো নেগেটিভ রিপোর্ট দেওয়ায় গ্রেফতার হাওড়ার নার্সিংহোমের দুই কর্মী