চুঁচুড়া, 25 মে : কাজ দেওয়ার নামে ব্যক্তিকে খুনের অভিযোগ উঠল বন্ধুর বিরদ্ধে । অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মৃতদেহ রাস্তা উপর রেখে অবরোধ স্থানীয় বাসিন্দাদের । ঘটনাটি চুঁচুড়ার ঈশ্বরবাগের । মৃতের নাম শেখ আব্দুল আজিম (40) ।
জানা গিয়েছে, লকডাউনে কাজ না থাকায় প্রতিবেশী বন্ধু ইন্দ্রজিৎ রহমান 18 মে কাজ নিয়ে যাবে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আজিমকে । গত 20 মে শেষ বার আজিম বাড়িতে ফোন করেন । বলেন, তাঁকে মেরে ফেলবে ইন্দ্রজিৎ । কিন্তু কেন মারবে, কী বৃত্তান্ত কিছু জানান । রবিবার তাঁর মৃতদেহ উদ্ধার হয় টিটাগড়ের নয়ানজুলি থেকে । বাড়িতে আর ফোন না করায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে । অবশেষে শেখ আজিমের ফোনে ফোন করলে সেখানে টিটাগড় থানার পুলিশ জানায় যে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে । এর পরেই পরিবারের লোকজন মৃতদেহ সনাক্ত করতে টিটাগড় থানায় যায় ।
সোমবার সন্ধ্যায় আজিমের মৃতদেহ এলাকায় আসতেই বিক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা । দীর্ঘক্ষণ চলে এই অবরোধ । পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে । ঘটনা তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ ।