পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করুক : মুকুল - tmc

মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরামর্শ দিয়ে কটাক্ষ করলেন BJP নেতা মুকুল রায় ।

মমতা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করুক : মুকুল

By

Published : Jul 6, 2019, 5:44 PM IST

শ্রীরামপুর, 6 জুলাই : মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরামর্শ দিয়ে কটাক্ষ করলেন BJP নেতা মুকুল রায় । আজ শ্রীরামপুরে বেন্টিং বাজারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 তম জন্মবার্ষিকী উপলক্ষে সদস্য অভিযানে যোগ দেন মুকুল রায় । সেখানে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী হবেন । তবে ভারতবর্ষে সেটার আর সম্ভাবনা নেই । যদি কোনওভাবে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে একটা আলাদা রাষ্ট্র হয় তাহলে মমতা একবার চেষ্টা করে দেখতে পারেন । বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া যায় কি না ।"

শ্রীরামপুর মল্লিকপাড়ায় সদস্য সংগ্রহ অভিযানে এদিন মুকুল ছিলেন আগাগোড়া আক্রমণাত্মক । মিস কল দিয়ে কী ভাবে BJP-এর সদস্য হতে হবে তা বলার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রমাগত আক্রমণ করেছেন মুকুল রায় ।

তিনি বলেন, "মুখ্যমন্ত্রী সরকারি পয়সায় হেলিকপ্টরে চেপে মাহেশ এবং ISKCON-এ রথ যাত্রায় যান । কিন্তু কী করে নুসরতকে সেখানে নিয়ে গেলেন ? নুসরতের শিল্পীসত্ত্বা নিয়ে আমার কিছু বলার নেই । তবে আমার ধর্মে আঘাত করার অধিকার মমতা দেবীর নেই ।" তিনি এর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে প্রশ্ন ছুড়ে দেন, "আপনি জানেন জগন্নাথের কী রীতি নীতি আছে ? বা একটি হিন্দু ছেলে যদি তার ধর্ম না বদলে হজে জেতে চায়, মমতা পারবেন তাঁকে হজে পাঠাতে ?"

এদিকে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে তৃণমূলের আন্দোলন প্রসঙ্গে মুকুল রায় বলেন, "নরেন্দ্র মোদি যে বাজেট দিয়েছেন তা গরিব মানুষকে দু'হাত তুলে আশীর্বাদ করেছে । সবাই এই বাজেটকে সমর্থন করেছেন । মমতা পাগলের মতো কথা বলছেন । উনি যা বলছেন তার কোনও প্রাসঙ্গিকতা নেই ।"

উলটে ন্যানো কারখানা নিয়ে মমতাকে বিধেঁ মুকুল রায় বলেন, "সিঙ্গুরে টাটার ন্যানো কারখানা করতে না দেওয়া হিমালয়ান ব্লান্ডার ছিল । একটা শিল্পও আনতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় । সিঙ্গুরে এখন না হবে শিল্প, না হবে চাষ । আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে সমর্থন করে ভুল করেছিলাম ।"

ABOUT THE AUTHOR

...view details