হুগলি, 12 মে: অনূর্ধ্ব-17 দাবা প্রতিযোগিতায় ন্যাশনালে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন বাংলার মৃত্তিকা মল্লিক ৷ মাত্র 15 বছর বয়সে অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়ন হয়েছে সে ৷ চুঁচুড়ার মৃত্তিকা মল্লিক এখনও পর্যন্ত দাবায় জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একাধিক পুরস্কার জিতেছে ৷ 1-9 মে পর্যন্ত পঞ্জাবের জলন্ধরে মেয়েদের জাতীয় অনূর্ধ্ব-17 স্তরের দাবা প্রতিযোগিতা আসর বসে ৷ সেখানে মোট 8 জন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে প্রথমস্থান অধিকার করে মৃত্তিকা ৷
আগামী দিনে এশিয়ান গেমস ও ওয়ার্ল্ড ইউথ দাবা প্রতিযোগিতা রয়েছে ৷ মৃত্তিকার ইচ্ছে বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করা ৷ মৃত্তিকার বাবা অরিন্দম মল্লিক পেশায় একজন কেবল অপারেটর ৷ তারা দুই বোন ৷ মৃত্তিকার দিদিও পড়াশোনা করে ৷ মৃত্তিকা চুঁচুড়া বিনোদিনী স্কুলে দশম শ্রেণির ছাত্রী ৷ প্রতিবেশী বাণী সরকারের কাছে দাবা খেলা শিখেছে সে ৷ একটি প্রতিযোগিতা অংশ নিয়েছিল মৃত্তিকা ৷ সেখানে সাফল্য আসার পরেই দাবা খেলায় প্রথম উৎসাহ পায় সে ৷
গত বছরে গুজরাতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-14 বিভাগে চ্যাম্পিয়ন হয় মৃত্তিকা ৷ দিল্লিতে অনূর্ধ্ব-16 বিভাগে দ্বিতীয় হয় ৷ ওয়ার্ল্ড ইউথ অনূর্ধ্ব-14 বিভাগে চতুর্থ হয়েছে সে ৷ এশিয়ান ইউথ দাবা প্রতিযোগিতায় সোনা ও রুপোর পদক জিতেছে মৃত্তিকা ৷ 2019 সালে অনূর্ধ্ব-11 বিভাগে দ্বিতীয় হয় ৷ করোনাকালে অনলাইনে প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পদকের অধিকারী হয়েছে সে ৷ তিনমাস আগে গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার কোচিং ক্লাসে ভরতি হয়েছে মৃত্তিকা ৷ সেখান থেকে মাত্র 15 বছর বয়সে অনূর্ধ্ব-17 বিভাগে ন্যাশনালে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়ে সকলের নজর কেড়েছে সে ৷