পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোদি, শাহ ও নির্মলারা দেশের মানুষের টাকা আত্মসাৎ করবে : কল্যাণ - Hooghly

নরেন্দ্র মোদি, অমিত শাহ ও নির্মলা সীতারমন- এরা তিনজন মিলে গোটা দেশের মানুষের টাকা খেয়ে নেবে ৷ আমরা সকলে নিরাপত্তাহীনতায় ভুগছি ৷ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ প্রসঙ্গে মন্তব্য় কল্য়াণ বন্দ্যোপাধ্যায়ের ৷

কল্যাণ বন্দ্যোপাধ্যায়

By

Published : Sep 1, 2019, 3:27 PM IST

Updated : Sep 1, 2019, 3:38 PM IST

উত্তরপাড়া, 1 সেপ্টেম্বর: নরেন্দ্র মোদি, অমিত শাহ ও নির্মলা সীতারমন - এরা তিনজন মিলে গোটা দেশের মানুষের টাকা খেয়ে নেবে ৷ আমরা সকলে নিরাপত্তাহীনতায় ভুগছি ৷ 10টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণের কেন্দ্রীয় নীতির ফলে দেশের অর্থনীতি ভেঙে পড়বে বলে আজ মন্তব্য করেন তৃণমূল কংগ্রসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷

হুগলির উত্তরপাড়ায় গতকাল একটি গ্রন্থাগার উদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ প্রসঙ্গে আশঙ্কা প্রকাশ করে বলেন, "অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়বে ৷ আমাদের দীর্ঘদিনের দাবিকেই পরোক্ষে প্রতিষ্ঠা করল কেন্দ্রীয় সরকারের নীতি ৷ আমি খুব নিরাপত্তাহীনতায় ভুগছি ৷ মোদি, অমিত শাহ ও নির্মলা সীতারমন এরা তিনজনে মিলে ভারতবর্ষের মানুষের সব টাকাপয়সা খেয়ে নেবে ৷ যেভাবে ব্যাঙ্কিং সেক্টর চলছে, তাতে অর্থনীতির অবনতি ঘটছে ৷ বলা যেতে পারে ভারতবর্ষে ফাইনান্সিয়াল ইমারজেন্সি চলে এসেছে ৷ "

ভিডিয়োয় শুনুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য
Last Updated : Sep 1, 2019, 3:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details