পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Everest Summit : বিনা অক্সিজেন সিলিন্ডারে এভারেস্ট জয়ের লক্ষ্যে চন্দননগরের পিয়ালী - Mountaineer Piyali Basak Prepares for Everest Mountaineering Without Oxygen Cylinder

অক্সিজেন সিলিন্ডারের সাহায্য ছাড়াই এভারেস্ট জয়ের প্রস্তুতি নিচ্ছেন চন্দননগরের পিয়ালী বসাক (Mountaineer Piyali Basak Prepares for Everest Mountaineering Without Oxygen Cylinder) ৷ প্রস্তুতি হিসেবে গতবছর ধৌলাগিরি পর্বতশৃঙ্গ জয় করেন (Piyali Basak Conquers Dhaulagiri Mountain Without Oxygen Cylinder) ৷ এবার লক্ষ্য এভারেস্ট জয় ৷

Mountaineer Piyali Basak News
Mountaineer Piyali Basak Prepares for Everest Mountaineering Without Oxygen Cylinder

By

Published : Mar 7, 2022, 7:11 PM IST

চন্দননগর, 7 মার্চ : অক্সিজেন সিলিন্ডার ছাড়াই এভারেস্ট অভিযানের প্রস্তুতি নিচ্ছেন চন্দননগরের পিয়ালী বসাক (Mountaineer Piyali Basak Prepares for Everest Mountaineering Without Oxygen Cylinder) ৷ এই মার্চের বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয়ের জন্য যাত্রা শুরু করবেন তিনি ৷ গতবছর অক্টোবর মাসে অক্সিজেন সিলিন্ডার ছাড়া ধৌলাগিরি পর্বতশৃঙ্গ জয় করেন পিয়ালী (Piyali Basak Conquers Dhaulagiri Mountain Without Oxygen Cylinder) ৷ 2019 সালে এভারেস্ট অভিযান করেছিলেন ৷ কিন্তু, সেবার 8430 মিটার ওঠার পর শারীরিক সমস্যার কারণে বেস ক্যাম্পে ফিরে আসতে হয় পিয়ালীকে ৷

2019’র এভারেস্ট অভিযানে বিদেশি পর্বতারোহীদের বিনা অক্সিজেন সিলিন্ডারে উপরে উঠতে দেখেছিলেন পিয়ালী বসাক ৷ তাঁদের থেকেই অক্সিজেন সিলিন্ডার ছাড়া পর্বতারোহণ করার কৌশল জেনে ছিলেন ৷ আর পরীক্ষামূলকভাবে পৃথিবীর সপ্তম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ধৌলাগিরি জয় করেছিলেন অক্সিজেন সিলিন্ডারের সাহায্য ছাড়াই ৷ এবার এভারেস্ট জয়ের স্বপ্নপূরণ করতে প্রস্তুতি শুরু করছেন তিনি ৷

তবে, পিয়ালীর পর্বত জয়ের এই স্বপ্নপূরণের পথে বাধা অর্থ ৷ চন্দননগর কানাইলাল প্রাথমিক স্কুলের শিক্ষিকা পিয়ালী চক্রবর্তী ৷ পরিবারে বাবা অসুস্থ ৷ আছেন মা ও বোন ৷ সমস্ত দায়িত্ব পালন করে তবে, নিজের স্বপ্নপূরণ করতে হয় তাঁকে ৷ তার উপর কোনও স্পনসর নেই ৷ আর না আছে সরকারি সাহায্য ৷ আগের পর্বতারোহণ করতে গিয়ে 35 লক্ষ টাকার লোন নিয়েছিলেন ৷ সেই টাকা শোধ করতে হচ্ছে ৷ তা সত্ত্বেও এগিয়ে চলেছেন পিয়ালী বসাক ৷

আরও পড়ুন : Mountaineering: অক্সিজেন সিলিন্ডার ছাড়াই ধৌলাগিরির শৃঙ্গ জয় চন্দননগরের পিয়ালীর

বছর 31’র পিয়ালী বসাকের জীবনে অনেক ওঠা পড়া রয়েছে ৷ তেনজিং নোরগের এভারেস্ট জয় তাঁকে অনুপ্রেরণা জোগায় ৷ মা-বাবার হাত ধরে ছোটবেলা থেকেই ট্রেকিং করতেন ৷ তখন থেকেই পাহাড়ে ওঠার নেশা পেয়ে বসে তাঁকে ৷ বড় হয়ে দার্জিলিংয়ে ট্রেকিংয়ের প্রশিক্ষণ নেন পিয়ালী ৷ 2000 সালে 1 অগস্ট অমরনাথ অভিযানে জঙ্গি হানার সাক্ষী থেকেছেন তিনি এবং তাঁর পরিবার ৷ এর পর কেদারনাথে মেঘভাঙা বৃষ্টিতে হওয়া হরপা বানের কবলে পড়েন ৷ সেখানে নিজের ট্রেকিং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রায় শতাধিক তীর্থযাত্রীকে বাঁচিয়েছেন পিয়ালী ৷

2018 সালে পৃথিবী অষ্টম সর্বোচ্চ শৃঙ্গ মানাসুল জয় করেছেন পিয়ালী বসাক ৷ তিনি আঁকতে ভালবাসেন ৷ মার্শাল আর্টে ব্ল্যাকবেল্ট ৷ এমনকি দেশের হয়ে প্রতিনিধিত্বও করেছেন ৷ আইসস্কেটিংয়ে প্রথম মহিলা হিসেবে রাজ্য থেকে অংশ নিয়েছেন ৷ এ সবের মধ্যে অসুস্থ বাবা তপন বসাকের চিকিৎসা এবং সংসারের দায়িত্ব ৷ আন্তর্জাতিক নারী দিবসে দুর্নিবার এই বাঙালি কন্যাকে ইটিভি ভারতের স্যালুট ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details