ডানকুনি, 3 মার্চ : "মাদার ডেয়ারিকে বাংলার ডেয়ারি করেছে । এরপর হবে বিশ্ববাংলা ডেয়ারি ৷ তারপরে শুনব পিসি-ভাইপোর ডেয়ারি করবে ৷" ডানকুনির মাদার ডেয়ারিতে এসে এই মন্তব্য করলেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী ৷ শ্রমিকদের অভিযোগ, মাদার ডেয়ারিকে বাংলা ডেয়ারি করা হবে বলে তাঁরা শুনতে পেয়েছেন ৷ তারই প্রতিবাদে আজ এমপ্লয়িজ় ইউনিয়ন ও হুগলি জেলা ঠিকা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মাদার ডেয়ারি গেটে গণ কনভেনশনের আয়োজন করা হয় ৷ সেই প্রতিবাদ অনুষ্ঠানে অংশ নেন সুজন চক্রবর্তী ৷ তাঁর সঙ্গে ছিলেন আবদুল মান্নান, অনাদি সাহুর মতো নেতারা ৷
সুজনবাবু বলেন, "বামফ্রন্ট সরকারের উদ্যোগে 16 বছর মাদার ডেয়ারি ন্যাশনাল ডেয়ারি বোর্ড দ্বারা পরিচালিত হয়েছে ৷ 1978 সালে বামফ্রন্ট এই উদ্যোগ নিয়েছিল ৷ 1996 সালের পর রাজ্য সরকার দায়িত্ব নিয়েছিল ৷ এরপর সেই মাদার ডেয়ারির জন্য ভালো কিছু করতে পেরেছেন ? না ৷ সর্বনাশ করে দিয়েছে ৷ 30 কোটি টাকার বেশি গচ্ছিত সম্পদ রাখা ছিল ৷ কোথায় গেল সেই টাকা ? লাভ হচ্ছিল ৷ লস যাচ্ছে কেন এখন ? হিমুল, বর্ধমান, দুর্গাপুর সব মিলিয়ে সমস্ত চাপটা মাদার ডেয়ারির উপর ফেলে দিলেন ? এসব করে এখন বলছেন নাম বদল করে দিয়েছে ৷ বেঙ্গল ডেয়ারি নাকি বাংলা ডেয়ারি ? ক'দিন পরে হয়তো বলবেন বিশ্ববাংলা ডেয়ারি ৷ তারপর শুনব পিসি-ভাইপোর ডেয়ারি ৷ পিসি-ভাইপোর ডেয়ারি করা বন্ধ করুন । এটা বেসরকারিকরণের প্রচেষ্টা মাত্র । মাদার ডেয়ারির সুনাম আছে ৷ বেস্ট কোয়ালিটি দেয় মাদার ডেয়ারি ৷ এই সুনাম নষ্ট করে আস্তে আস্তে বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা রাজ্য সরকার করছে, এটা অন্যায় হচ্ছে ৷ লুটে খাবার জায়গা হিসেবে মাদার ডেয়ারিকে ব্যবহার করবেন না ৷ মানুষ তা মানবে না ৷"