পাণ্ডুয়া, 25 জানুয়ারি : ভর সন্ধ্যায় দুঃসাহসিক ডাকাতি । একটি পানশালার ম্যানেজারের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা । হুগলির পান্ডুয়ার রামেশ্বরপুর বাজারের ঘটনা ।
গতকাল সন্ধ্যা 6 টা 40 মিনিট নাগাদ দশজন দুষ্কৃতী ওই পানশালায় ঢুকে পরে । সবার কাছেই আগ্নেয়াস্ত্র ছিল । কয়েকজনের মুখ ঢাকা ছিল ৷ বাকিদের মুখ খোলা ছিল । অভিযোগ, প্রথমে পানশালার কর্মীদের মারধর করে ৷ পরে ক্যাশ কাউন্টারে গিয়ে ম্যানেজারকে মারধর করে ৷ তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ক্যাশ বাক্স থেকে টাকা লুট করে চম্পট দেয় । পানশালার এক কর্মী সঞ্জিত ঘোষ বলেন, "কয়েকজন লোক এসে বন্দুক ঠেকিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায় । পানশালায় থাকা এক গ্রাহকে মারধর করে । তাদের কাছে বন্দুক ছিল ।" জানান, দুষ্কৃতীরা কেউ কোনও গাড়ি নিয়ে আসেনি । টাকা লুট করে রাস্তা পার করে মাঠ ধরে চলে যায় ।