ডানকুনি, 26 ফেব্রুয়ারি : সরকারি বাসে অশ্লীল ভিডিয়ো দেখিয়ে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল ৷ ঘটনাটি সামনে আসতেই ওই যুবককে ডানকুনি পুলিশের হাতে তুলে দেন বাসযাত্রীরা ও চালক ৷ ওই যুবককে আটক করেছে ডানকুনি থানার পুলিশ ৷
SBSTC-র ওই বাসটি দুর্গাপুর থেকে কলকাতা করুনাময়ী আসছিল৷ সিঙ্গুরের কাছে বাস আসতেই হঠাৎ পাশে বসে থাকা ওই মহিলাকে উত্ত্যক্ত করা শুরু করে যুবক৷ তাকে অশ্লীল ভিডিয়ো দেখানোর চেষ্টা করে ৷ বাসে থাকা যাত্রীরা বিষয়টি বুঝতে পারেন ৷ এরপর বাস চালক ডানকুনি হাউজ়িং মোড়ে বাস থামিয়ে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন ৷ ওই যুবকের বিরুদ্ধে ডানকুনি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷