হুগলি, 9 এপ্রিল: রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি এবং সংঘর্ষের ঘটনায় জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বিজেপির তুলনা টানলেন সিপিএম রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম ৷ গত রবিবার রিষড়ার ঘটনার পর সম্প্রীতির মহামিছিল থেকে আল-কায়দা জঙ্গি গোষ্ঠীর হুমকির উদাহরণ টেনে তৃণমূল ও বিজেপিকে একহাত নেন সেলিম ৷ তিনি বলেন, "যাহাই 52 তাহাই 53। আল কায়দা আরএসএস, আইসিস এরা সব ধর্মের নামে আসলে নিজেদের লেজ মোটা করতে চাই ৷"
রামনবমীর পর বিজেপি নেতা দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল করেছিল বিজেপি ৷ অভিযোগ সেই মিছিল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷ উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয়েছিল পুলিশকে ৷ এমনকি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে, দিনকয়েক পর হনুমান জয়ন্তীতে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়েছিল ৷ এরপরই রবিবার বামপন্থী দলগুলির ডাকে কোন্নগর বাটা মোড় থেকে উত্তরপাড়ার গৌরি সিনেমা হল পর্যন্ত সম্প্রীতির মহামিছিল হয়। এই মিছিলে সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআই ছাড়াও যোগ দেয় এসইউসিআই ও সিপিআইএমএল (লিবারেশন)-এর নেতৃত্বরা। এদিনের মিছিলে পা মেলাম সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-সহ অন্যান্য নেতৃত্ব।