সিঙ্গুর, 3 জুন : জঙ্গলমহল সফর শেষে আজ সিঙ্গুরের সন্তোষী মাতা মন্দিরে পুজো দিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর সন্তোষী মাতার মন্দিরে পুজো দেওয়ার বিষয়টিকে কটাক্ষ করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim Criticises CM for Her Visit to Santoshi Mata Temple) ৷ বললেন, বিপদে পড়েছেন বুঝে সন্তোষী মায়ের আশ্রয় নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাংবাদিক বৈঠকে এ নিয়ে সেলিম বলেন, সিঙ্গুরে সর্ষে ছড়িয়েছিলেন ৷ এখন বুঝতে পেরেছেন সেই সর্ষের মধ্যে ভূত ছিল ৷ তাই বিপদ থেকে পরিত্রাণ পেতে এখন সন্তোষী মায়ের আশ্রয় নিচ্ছেন ৷
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, সিঙ্গুরের কৃষকরা জমি ফেরত পেলে সেখানে সন্তোষী মায়ের মন্দির তৈরি করে দেবেন ৷ সেই মন্দির তৈরি হওয়ার পর আজ প্রথমবার সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ আর তাঁর এই সফরকেই কটাক্ষ করেন মহম্মদ সেলিম ৷ কটাক্ষের সুরে বলেন, ‘সিঙ্গুরে সর্ষে ছড়িয়েছিলেন ৷ এখন বোঝা যাচ্ছে সর্ষের মধ্যে ভূত ছিল ৷ আমাদের অনেক লোক-দেবতা আছে ৷ অনেক আধুনিক দেবতাও আছে ৷ উনি সন্তোষী মায়ের আশ্রয় নিচ্ছেন ৷ এক একজন দেব-দেবীর আছেন যাঁরা বরদান করেন ৷ আবার অনেক দেবতা আছেন যাঁরা পরিত্রাণ বা সংকট মোচন করেন ৷ বোঝা যাচ্ছে উনি বিপদে পড়েছেন ৷’’