হুগলি, 20 জানুয়ারি: 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে চুঁচুড়ার বিধায়ক (Didir Suraksha Kavach)। শুক্রবার তৃণমূলের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিধায়ক অসিত মজুমদার । সেখানে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটেতে শ্রদ্ধা জানানো হয় । পরে দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথে কর্মসূচি শুরু করেন তিনি । এদিন মিছিল মালিক পাড়ায় যেতেই সেখানে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান (didir Suraksha kawach event at Chinsurah ) ।
গ্রামবাসীদের অভিযোগ, বারবার জানানো সত্বেও পানীয় জল, নিকাশি ব্যবস্থা ও রাস্তার দাবি পূরণ হয়নি । পানীয় জলের পাইপ লাইন দেওয়া হলেও দু’বছর ধরে জল নেই । স্থানীয় পঞ্চায়েত সদস্যদেরও সমস্ত বিষয়টি জানান হয়েছে । একটু বর্ষা হলে এলাকায় জল জমে যায় । নিকাশির কোনও ব্যবস্থা নেই । বেশ কিছু জায়গায় রাস্তা হলেও এখানে দীর্ঘদিন রাস্তা হয়নি । দাবি পূরণে জন্যই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা ৷ বিধায়ক অসিত মজুমদারের আশ্বাসেও চিঁড়ে ভেজেনি ৷
আরও পড়ুন:দিদির দূত হয়ে মানুষের ক্ষোভের মুখে পড়লেন সৌগত রায়