পান্ডুয়া, 10 সেপ্টেম্বর: সন্ধাই চাই পোস্টার পড়ল পাণ্ডুয়া বিধানসভার বিধায়ক রত্না দে নাগের (MLA Ratna De Nag) নামে ৷ শক্রবার সন্ধেয় এই পোস্টার দেখা গিয়েছে পাণ্ডুয়া স্টেশন রোড এলাকায় ৷ কেউ বা কারা এই পোস্টার লাগিয়ে গিয়েছে ৷ যদিও পোস্টারের নিচে লেখা সমাজ কল্যাণ সমিতি ৷ তৃণমূলের শ্রীরামপুর সাংগঠনিক জেলার নেতাদের অভিযোগ, এর পিছনে বিজেপির হাত রয়েছে ৷ আর রত্না দে নাগ বিষয়টি কার্যত এড়িয়ে গিয়েছেন ৷ যদিও, পুরো বিষয়টিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছে জেলা বিজেপি নেতৃত্ব ৷
শুক্রবার সন্ধ্যায় হুগলির পাণ্ডুয়া বিধানসভা এলাকায় বিধায়ক রত্না দে নাগের সন্ধান চেয়ে কেউ বা কারা পোস্টার লাগিয়ে দেয় বলে অভিযোগ ( Missing Poster of Ratna De Nag) ৷ সেই পোস্টারে লেখা রয়েছে, ‘‘মাননীয়া পাণ্ডুয়ার বিধায়িকা নিখোঁজ ৷ সন্ধান চাই ৷’’ তবে, এই ঘটনার পিছনে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে বিজেপির দাবি ৷ কারণ, পাণ্ডুয়ার পরবর্তী ব্লক সভাপতি কে হবেন ? তা নিয়ে স্থানীয় তৃণমূলের মধ্যেই একাধিক দ্বন্দ্ব রয়েছে বলে জানা গিয়েছে ৷ ফলে, এই পোস্টার সেই দ্বন্দ্বের ফল বলেই মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল ৷ যদিও, এই অভিযোগ মানতে নারাজ তৃণমূলের শ্রীরামপুর সাংগঠনিক জেলার নেতৃত্ব ৷