উত্তরপাড়া, 5 সেপ্টেম্বর:মঙ্গলবার উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের পিছনের পুকুর থেকে নিখোঁজ রোগীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ মৃতের নাম অভয় পাঠক (72) ৷ সোমবার সকালে নিখোঁজ ওই রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ ওই বৃদ্ধ হিন্দমোটর 1 নম্বর ওয়ার্ডের বৈদিক পাড়া এলাকার বাসিন্দা ৷
পরিবার সূত্রে খবর, সোমবার অসুস্থতা নিয়ে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভরতি হয়েছিলেন ওই বৃদ্ধা ৷ সোমবার সকলে তাঁর দেহটি পুকুরে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ দেহটি উদ্ধার করে নিয়ে যায় তারা ৷ তবে মৃত্যুর কারণএখনও জানা যায়নি ৷ শ্রীরামপুর হাসপাতালে দেহটির ময়না তদন্তের পরই মত্যুর কারণ জানা যাবে ৷ ওই বদ্ধের অসুস্থতার ধরন সম্পর্কেও অবগত হতে পারেনি পুলিশ ৷
ঘটনা প্রসঙ্গেই মৃতের ছেলে প্রদীপ পাঠক বলেন, "হাসপাতালে ভর্তি করার 24 ঘণ্টার বাবার দেহ পাশের পুকুরে ভাসতে দেখা গিয়েছে । সকলের নজর এড়িয়ে কীভাবে হাসপাতালের মধ্যে থেকে একজন রোগী বেরিয়ে গেল, তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন ৷"