পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Patient Body Recovered: হাসপাতালের পিছনের পুকুর থেকে উদ্ধার নিখোঁজ রোগীর দেহ - নিখোঁজ রোগীর দেহ উদ্ধার

উত্তরপাড়া হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ সোমবার সকালে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই রোগী ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Etv Bharat
মৃতের অভয় পাঠক

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 10:50 PM IST

উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল

উত্তরপাড়া, 5 সেপ্টেম্বর:মঙ্গলবার উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের পিছনের পুকুর থেকে নিখোঁজ রোগীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ মৃতের নাম অভয় পাঠক (72) ৷ সোমবার সকালে নিখোঁজ ওই রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ ওই বৃদ্ধ হিন্দমোটর 1 নম্বর ওয়ার্ডের বৈদিক পাড়া এলাকার বাসিন্দা ৷

পরিবার সূত্রে খবর, সোমবার অসুস্থতা নিয়ে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভরতি হয়েছিলেন ওই বৃদ্ধা ৷ সোমবার সকলে তাঁর দেহটি পুকুরে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷ খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ৷ দেহটি উদ্ধার করে নিয়ে যায় তারা ৷ তবে মৃত্যুর কারণএখনও জানা যায়নি ৷ শ্রীরামপুর হাসপাতালে দেহটির ময়না তদন্তের পরই মত্যুর কারণ জানা যাবে ৷ ওই বদ্ধের অসুস্থতার ধরন সম্পর্কেও অবগত হতে পারেনি পুলিশ ৷

ঘটনা প্রসঙ্গেই মৃতের ছেলে প্রদীপ পাঠক বলেন, "হাসপাতালে ভর্তি করার 24 ঘণ্টার বাবার দেহ পাশের পুকুরে ভাসতে দেখা গিয়েছে । সকলের নজর এড়িয়ে কীভাবে হাসপাতালের মধ্যে থেকে একজন রোগী বেরিয়ে গেল, তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন ৷"

আরও পড়ুন:ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা হাসপাতালে

এদিকে হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন । তাঁর কথায়, "আমি সুপারের সঙ্গে কথা বলেছি । দু‘জন রোগী নিখোঁজ ছিল । থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। একটা তদন্ত কমিটি গড়ে ঘটনার তদন্ত হবে। আমি জেলা স্তরের তিনজন অফিসারকে পাঠিয়ে রিপোর্ট নেব ।" নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওই স্বাস্থ্য আধিকারিক । এদিকে নিখোঁজ রোগীর মৃত্যুর খবর এলাকায় চাউর হতেই হাসপাতালে পৌঁছয় বিজেপি কর্মী-সমর্থকেরা ৷ ঘটনার তদন্ত চেয়ে বিক্ষোভ দেখান তারা ৷

আরও পড়ুন:ভুয়ো চিকিৎসকের হাতে রোগীমৃত্যুর অভিযোগে উত্তপ্ত বানারহাট

ABOUT THE AUTHOR

...view details