পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দলীয় পতাকা লাগানোর 'অপরাধ'-এ BJP কর্মীকে গুলি, অবরোধ - shot

গুরাপে BJP কর্মীকে গুলি ৷ জখম যুবকের নাম রাকেশ ক্ষেত্রপাল ৷ অভিযোগ, লকেট চট্টোপাধ্যায়ের সভায় পতাকা লাগানোর জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে ৷

দলীয় পতাকা লাগানোর 'অপরাধ'-এ BJP কর্মীকে গুলি, অবরোধ

By

Published : Aug 31, 2019, 12:56 PM IST

Updated : Aug 31, 2019, 2:46 PM IST

গুরাপ, 31 অগাস্ট : BJP কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ভাস্তরার কুলবাড়ুইয়ের ঘটনা ৷ জখম যুবকের নাম রাকেশ ক্ষেত্রপাল ৷ অভিযোগ, লকেট চট্টোপাধ্যায়ের সভায় পতাকা লাগানোর জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে ৷

গতকাল গভীর রাতে রাকেশ তাঁর বাড়ির সামনে কয়েকজন দুষ্কৃতীকে দাঁড়িয়ে থাকতে দেখেন ৷ রাকেশ তাদের জিজ্ঞাসা করে তারা ওই এলাকায় কী করছে ৷ কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বচসা, ধস্তাধস্তি ৷ হঠাৎই দুষ্কৃতীরা রাকেশের উপর গুলি চালায় ৷ অভিযোগ, BJP-র সভায় পতাকা লাগানোয় তৃণমূলের লোকজনরাই এই হামলা চালিয়েছে ৷ রাতেই আশঙ্কাজনক অবস্থায় রাকেশকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷

দেখুন ভিডিয়ো

এই ঘটনার প্রতিবাদে BJP কর্মীরা ভাস্তরা মোড় অবরোধ করে ৷ তাঁদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা BJP কর্মীদের উপর হামলা চালাচ্ছে ৷ ঘটনাস্থানে গুরাপ থানার পুলিশ পৌঁছেছে ৷

Last Updated : Aug 31, 2019, 2:46 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details